আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএল মরশুম কার্যত দুঃস্বপ্নে পরিণত হয়েছে চেন্নাই সুপার কিংসের কাছে। বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে টুর্নামেন্ট অফিশিয়ালি থেকে ছিটকে গিয়েছেন ধোনিরা। বুধবারের হার চেন্নাইয়ের কাছে ১০ ম্যাচে অষ্টম পরাজয়। তবে এই ব্যর্থ মরশুমেও তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে শুরু করেছে সম্ভাব্য উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর জানিয়েছেন, গুজরাটের উইকেটকিপার-ব্যাটার উর্ভিল প্যাটেলকে ট্রায়ালের জন্য ডেকেছে চেন্নাই। এই খবর সামনে এসেছে মরশুমের শেষভাগে, যখন দলের আর কিছুই হারানোর নেই।
জাফর জানান, 'আমি খবর পেয়েছি—চেন্নাই সুপার কিংস উর্ভিল প্যাটেলকে ট্রায়ালের জন্য ডেকেছে। ও মুস্তাক আলি ট্রফিতে দুটি সেঞ্চুরি করেছে। আমি খুবই অবাক হয়েছিলাম যে ওকে কোনও ফ্র্যাঞ্চাইজি নিলামে দলে নেয়নি।' তিনি আরও যোগ করেন, 'আয়ুষ মাত্রেকে ওর আগে তুলে নেওয়া হয়েছে, যা আমায় বিস্মিত করেছে। এখন ওকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছে। ওখানে কী চলছে বুঝতে পারছি না।'
উল্লেখ্য, চেন্নাই এর আগে মাত্রেকে রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে দলে নেয়। মুম্বইয়ের তরুণ তারকাকে মরশুম চলাকালীনই ট্রায়াল দিতে বলা হয়েছিল। এবারের টুর্নামেন্টে বড় ধাক্কা খেলেও চেন্নাইয়ের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে, তারা দলের ভবিষ্যৎ নির্মাণে কোনও ঝুঁকি নিতে চাইছে না। উর্ভিলের মতো তরুণ প্রতিভাকে নিয়ে পরীক্ষা চালানোও সেই প্রক্রিয়ারই অংশ।
