আজকাল ওয়েবডেস্ক: একদিন আগেই কলকাতায় পা রেখেছেন। মঙ্গলবার রবসন রবিনহো নেমে পড়লেন মোহনবাগানের প্র্যাকটিসে। ব্রাজিলিয়ান সাম্বা দেখার জন্য প্রস্তুত শহর কলকাতা। মঙ্গলবার সবুজ মেরুন তাঁবুতে ফিরিয়ে আনলেন হোসে রামিরেজ ব্যারেটোর স্মৃতি। দীর্ঘদিন পর আবার ময়দানের সবুজ গালিচা কাঁপাবে এক ব্রাজিলীয়। সম্প্রতি ভারত ছেড়ে নিজের দেশে পাড়ি দিয়েছেন সবুজ তোতা। ব্যারেটোর কথা কি তিনি জানেন? রবসন জানালেন, ব্যারেটোর নাম, গল্প তিনি শুনেছেন। দীর্ঘদিন বাংলাদেশের ফুটবলের অঙ্গ ছিলেন। তিন বছরে বসুন্ধরাকে সাতটা ট্রফি দেন। ওপার বাংলার ক্লাব থেকে এবার এপারে। কেন হঠাৎ মোহনবাগানে‌‌ আসার সিদ্ধান্ত নিলেন? রবসন জানান, 'আমি মোহনবাগানকে বাছিনি। মোহনবাগান আমাকে বেছে নিয়েছে।' 

পাঁচজন বিদেশি আগেই যোগ দিয়েছে। রবসন কবে আসবেন? আদৌ আসবেন তো? ময়দানে কান পাতলেই এই প্রশ্ন শোনা যাচ্ছিল। শনিবার আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে চুক্তির ঘোষণা করে মোহনবাগান। এদিন মাঠেও নেমে পড়লেন। ১৬ সেপ্টেম্বর মোহনবাগানের এসিএল ২ এর ম্যাচ। খুব বেশি প্রস্তুতির সময় পাবেন না। কতটা ফিট আছেন ব্রাজিলিয়ান তারকা? রবিনহো বলেন, 'আমি মাত্র ১৪-১৫ দিন ট্রেনিং করেছি। তবে যথেষ্ট ফিট আছি। আশা করছি দলকে সাহায্য করতে পারব। বাকিটা কোচের ওপর। আমার লক্ষ্য দলকে জেতানো। আমাকে কীভাবে ব্যবহার করবে সেটা কোচের ওপর নির্ভর করছে। আমাকে স্ট্রাইকার হিসেবে খেলালে, গোল করব। নয়তো দলকে গোল করতে সাহায্য করব।' মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বেশ খোশমেজাজে ছিলেন রবিনহো। দীর্ঘদিন বাংলাদেশের থাকায় কয়েকটা বাংলা অক্ষরের সঙ্গে পরিচয় হয়েছেন। এদিন জানান, তিনি অল্প বাংলা বুঝতে পারেন। আবার বলতেও পারেন। আধো আধো বাংলায় বলেন, 'চল চল। আস্তে আস্তে। ভাল আছেন?' মঙ্গল বিকেলে সমর্থকদের উপস্থিতিতেই সবুজ মেরুন জার্সিতে মাঠে নেমে পড়লেন ব্রাজিলীয়। কামিন্স, দিমিদের সঙ্গে গল্পে, হাসি-ঠাট্টায় মাততে দেখা যায় রবিনহোকে।