আজকাল ওয়েবডেস্ক: মাঠের বাইরেই বেশি গর্জালেন ব্রাজিলের তারকারা। মাঠের ভিতরে স্কিলের বিচ্ছুরণ দেখাল আর্জেন্টিনা। 

বাকযুদ্ধ শুরু করেছিলেন রাফিনিয়া। নীল-সাদা জার্সিধারীদের মাটি ধরানোর হুমকি দিয়েছিলেন। 

আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস। আর্জেন্টিনার দেখানো পথ ধরে সাফল্যের খোঁজে ব্রাজিল। খেলার শেষে একথা স্পষ্ট করে বললেন ব্রাজিল ক্যাপ্টেন। 

খেলার স্কোর আর্জেন্টিনা ৪ ব্রাজিল ১। স্কোরলাইন দেখেই পরিষ্কার ম্যাচে কতটা নীল-সাদার দাপট ছিল। 

মাঠের লড়াইয়ে আত্মসমর্পণের পর সমর্থকদের কাছে  মার্কিনিয়োসের বার্তা,  “এখনও খেলার রেশ রয়ে গিয়েছে। এখনই কথা বলা কঠিন। আজকে আমরা যা খেলেছি, তার পুনরাবৃত্তি করা যাবে না।” 

এখানেই শেষ নয়। ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস আরও বলেন, ''ম্যাচের শুরুটাই আমাদের কাছে ছিল খারাপ। সমর্থকদের জন্য খারাপ লাগছে। তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।'' 

অধিনায়ক মার্কিনিয়োস আর্জেন্টিনার পথ ধরেই ঘুরে দাঁড়াতে চান। তিনি বলছেন, ''এটা স্রেফ কোচের ভুল নয়। আমাদেরও দায় রয়েছে। এমন কোনও ফর্মুলা নেই যা ধরে এগোলে ভাল ফল করা যাবে। একসময়ে আর্জেন্টিনারও খারাপ সময় ছিল। ওরা তা কাটিয়ে উঠেছে। আমরাও তা করতে পারি।" 

৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গিয়েছে এই ম্যাচের আগেই।