আজকাল ওয়েবডেস্ক: খারাপ ফর্মের জন্য অধিনায়ক রোহিত শর্মা নিজে সরলেন সিডনি টেস্ট থেকে। একাধিক পরিবর্তন হল দলে। কিন্তু ফলাফলে কোনও পরিবর্তন নেই। মেলবোর্নের পর সিডনিতেও হারল ভারত। বর্ডার গাভাসকর ট্রফি অস্ট্রেলিয়া জিতে নিল ৩-১-এ।
ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে কম বল খেলা হয়েছে।
পারথে অনুষ্ঠিত টেস্টে খেলা হয়েছে ১৭৬৫ বল। সিরিজের সবচেয়ে কম বল হয়েছে অ্যাডিলেড টেস্টে। মাত্র ১০৩১ বলেই শেষ হয় এই টেস্ট। ভারত–অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন। ব্রিসবেন টেস্টে খেলা হয়েছে ১২৯৭ বল।
মেলবোর্নে খেলা হয় ২৪৩০ বল। সিডনিতে হয়েছে কেবল ১১৯৭ বল। সব মিলিয়ে পাঁচটি টেস্টে ৭৬৬৪ বল খেলা হয়েছে।
৫ ম্যাচের টেস্ট সিরিজে এর চেয়ে কম বল খেলা হয়েছে ১৯২৪ সালে। দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের সেই সিরিজে খেলা হয়েছিল ৭৫৫৯টি বল। ১৯০২ সালের অ্যাশেজে মাত্র ৬৫৪৫টি বল খেলা হয়েছিল।
