আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট মাঠে সলমন খান! বলিউড 'ভাইজান'-এর আগে ক্রিকেট দল কিনেছেন শাহরুখ খান, প্রীতি জিন্টারা।
পিছিয়ে আর থাকেন কেন সলমন! ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে দল কিনলেন বজরঙ্গি ভাইজান।
টেনিস বলে টি১০ প্রতিযোগিতা। আর সেই টুর্নামেন্ট ঘিরেই রমরমা অবস্থা। এবার সেই প্রতিযোগিতায় নিউ দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলের মালিক সলমন। তাঁর আবির্ভাব এই প্রতিযোগিতাকে অন্য একটা মাত্রা দেবে বলেই মনে করা হচ্ছে।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম রেকর্ড ভেঙেছিল। ২৮ মিলিয়নের বেশি টেলিভিশন দর্শক এই প্রতিযোগিতা চাক্ষুষ করেন। টেলিভিসন ভিউয়ারশিপ ৪৭ শতাংশ বেড়ে গিয়েছিল। সলমনের উপস্থিতি এই টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করে তুলবে বলেই মনে করা হচ্ছে।
আইএসপিএল লিগে এর আগে দল কিনেছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সইফ-করিনা, হৃত্বিকরা। এবার সলমনও এসে গেলেন। তিনি বললেন, ''ক্রিকেট হল হৃৎস্পন্দন। যার প্রতিধ্বনি ভারতের প্রতিটি রাস্তায় হয়। সেই শক্তি যখন স্টেডিয়ামে পৌঁছয়, তখন আইএসপিএলের মতো লিগের জন্ম হয়।''
