আজকাল ওয়েবডেস্ক: তারকা ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র পেয়েছেন। চোট কাটিয়ে তিনি বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে নামতে প্রস্তুত।

চোট সারিয়ে এই পদক্ষেপ আইয়ারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে একটি বড় ধাপ বলে মনে করা হচ্ছে। ৩০ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার আগামী ৬ জানুয়ারি মুম্বইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারের ম্যাচে মাঠে নামবেন।

এই ম্যাচটি শ্রেয়সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোট সারিয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত কিনা তা দেখে নেওয়া হবে এই ম্যাচেই।

এই ম্যাচের পরেই তাঁকে জাতীয় দলে ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে, আইয়ার সফলভাবে তাঁর প্রথম ৫০ ওভারের রিটার্ন-টু-প্লে ম্যাচ সিমুলেশন সম্পন্ন করেছেন গত ২ জানুয়ারি।

বিজয় হাজারে ট্রফির ম্যাচটি হবে তাঁর দ্বিতীয় রিটার্ন-টু-প্লে ম্যাচ। এই গোটা প্রক্রিয়াটি বিসিসিআইয়ের নির্ধারিত ক্লিয়ারেন্স প্রোটোকলের অংশ। কোনও ধরনের শারীরিক সমস্যা না হলে তবেই শ্রেয়সকে সম্পূর্ণ ফিট বলে ধরা হবে এবং সাদা বলের ক্রিকেটের জন্য নির্বাচনের বিবেচনায় আনা হবে।

তবে নিউজিল্যান্ড সিরিজের আগে সময় বেশি নেই। একদিনের ক্রিকেটের দল ঘোষণা করার জন্য ৬ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা হবে কিনা তাও বলা যাচ্ছে না।

বিসিসিআই খুব সম্ভবত শনিবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করবে। ফলে আইয়ারের ভাগ্য নির্ভর করছে শুধু মেডিক্যাল ক্লিয়ারেন্সের উপর নয়, বরং নির্বাচকরা কতদিন অপেক্ষা করতে রাজি থাকবেন তার উপরও।

আদর্শ পরিস্থিতিতে নির্বাচকরা ৬ জানুয়ারির ম্যাচে তাঁর পারফরম্যান্সের দিকে নজর রাখবেন, যদিও পুরোপুরি ম্যাচ-ফিট খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গিয়েছে, রিহ্যাবের শেষ পর্যায়ে আইয়ার ২৫ ডিসেম্বর বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে রিপোর্ট করেন। সেখানে তিনি শক্তি ও ফিটনেসে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছেন।

ব্যাটিং ও ফিল্ডিং মিলিয়ে চারটি স্কিল সেশনে পাশ করেছেন। ম্যাচ সিমুলেশনগুলিই ছিল প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার শেষ ধাপ। প্রসঙ্গত, শ্রেয়স আইয়ারের চোট লাগে গত ২৫ অক্টোবর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে থার্ড ম্যান বাউন্ডারির কাছে ক্যাচ ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। এর ফলে তাঁর পাঁজরে আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও প্লীহা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সেই চোটের কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজ ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি মিস করেন।

আইয়ারের অনুপস্থিতিতে ভারত বিকল্প হিসেবে একাধিক খেলোয়াড়কে চার নম্বরে সুযোগ দিয়েছে। বিশেষ করে রুতুরাজ গায়কোয়াড় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নিজের জায়গা আরও মজবুত করেছেন, যা মিডল অর্ডারে প্রতিযোগিতা বাড়িয়েছে।

শ্রেয়স আইয়ারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা এখন প্রায় নিশ্চিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন অনেকটাই নির্ভর করছে সময় ও নির্বাচনী সমীকরণের উপর।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারত একদিনের ক্রিকেটে ব্যালান্সড দল গড়ে তুলছে এখন থেকেই। তার আগে বিজয় হাজারে ট্রফির ম্যাচই ঠিক করে দিতে পারে আইয়ারকে আদৌ নিউজিল্যান্ড সফরে দেখা যাবে নাকি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।