আজকাল ওয়েবডেস্ক: কী করবেন ঋষভ পন্থ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তাঁকে কি পাবে টিম ইন্ডিয়া? ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে বড় আপডেট দিলেন ভারতের তারকা উইকেট কিপার সম্পর্কে।

দুশখ্যাতে বললেন, ''দৌড়নোর সময়ে অস্বস্তি বোধ করছে ঋষভ পন্থ। দ্বিতীয় টেস্টে উইকেট কিপিং করতে সমস্যা হবে না পন্থের।'' চিন্নাস্বামীতে হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন পন্থ। সরফরাজ খানের সঙ্গে জুটি গড়েন তিনি। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি পাননি ভারতের তারকা উইকেট কিপার।

ব্যাট করলেও পঞ্চম দিনে কিপিং করেননি ঋষভ পন্থ। ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাখ্যা করে বলেছেন, সতর্কতার জন্যই পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেডিক্যাল টিম আত্মবিশ্বাসী পুণের দ্বিতীয় টেস্টের আগে পন্থকে পুরোদস্তুর ফিট করে তোলা সম্ভব হবে।

বিসিসিআই-এর একটি সূত্র জানাচ্ছে, ''নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ডান হাঁটুতে চোট পায় ঋষভ পন্থ। ইঞ্জেকশন দেওয়া হয়। দৌড়নোর সময়ে অস্বস্তি বোধ করছিল। খোঁড়াচ্ছিল। আগামী দু-এক দিনের মধ্যেই ফিট হয়ে উঠবে পন্থ।''

এদিকে ৯৯ রানে বেঙ্গালুরুতে পন্থ ফিরে যাওয়ায় নতুন এক নজির গড়েছেন পন্থ। একবার-দু'বার নয়, সাতবার তিনি নার্ভাস নাইন্টিতে ফিরলেন।