আজকাল ওয়েবডেস্ক:‌ ডিক্লেয়ার করে দিল ভারত। তৃতীয় দিনের শুরুতেই। গিলরা শনিবারই টেস্ট ম্যাচ জিতে নিতে চাইছেন। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪৪৮/‌৫। সেই রানেই হল ইনিংস ডিক্লেয়ার। রাহুল ছাড়াও শতরান করেছেন ধ্রুব জুরেল ও জাদেজা।


ভারত এগিয়ে থাকল ২৮৬ রানে। প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে শেষ হয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। তাই ইনিংসে ম্যাচ জয়ই লক্ষ্য গিলদের।

 

আরও পড়ুন:‌ দ্রাবিড়ের পর আরও দুই কোচকে ছাঁটাই করল রাজস্থান, কারা তাঁরা?‌ 


এটা ঘটনা, ভারত–ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চালকের আসনে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ৪৪৮। ২৮৬ রানে এগিয়ে ভারত। রানের পাহাড়ে শুভমান গিলরা। দ্বিতীয় দিন তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। আমেদাবাদে তিনটে শতরান। দ্বিতীয় দিন শতরানের হ্যাটট্রিক। লোকেশ রাহুলের পর ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। শুরুটা করেন রাহুল। ভীত গড়ে দেন। দলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। টেস্টে প্রথম শতরান ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। ১৯০ বলে শতরানে পৌঁছে যান। তাঁর কাঁধে ভর করে ৪০০ রানের গণ্ডি পেরোয় ভারত। একই সময় রবীন্দ্র জাদেজাও শতরানের দিকে এগোচ্ছিলেন। মধ্যাহ্নভোজের পর আউট হন রাহুল। তারপর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন জুরেল এবং জাদেজা জুটি। দু’‌জনের অনবদ্য ইনিংস।


শুরুতে দলের ভীত গড়ার লক্ষ্যে কিছুটা সতর্কতার সঙ্গে শুরু করেন রাহুল। ১২টি চারের সাহায্যে শতরান করেন। কিন্তু অনেক বেশি ভয়ডরহীন ইনিংস খেলেন জুরেল। ১৯০ বলে পৌঁছে যান লাল বলের ক্রিকেটে নিজের প্রথম শতরানে। ইনিংসে ছিল ১২টি চার এবং ২টি ছয়। শেষমেষ ২১০ বলে ১২৫ রান করে আউট হন জুরেল। ইনিংসে ছিল ৩টি ছয় এবং ১৫টি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন জাদেজা। ১৬৮ বলে একশো রানে পৌঁছে যান। ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছয়। জুটিতে ১৫০ রান যোগ করেন জুরেল–জাদেজা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। কিন্তু মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরার বোলিংয়ে ধরাশায়ী ক্যারিবিয়ানরা। দুই পেসার মিলে ৭ উইকেট ভাগ করে নেন। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে জোড়া উইকেট কুলদীপ যাদবের। ১৬২ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত। টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা। পরিস্থিতি যা, তাতে আহমেদাবাদে তৃতীয় দিনই শেষ হয়ে যেতে পারে প্রথম টেস্ট। আর ডিক্লেয়ার করে ভারত শনিবারই খেলা শেষ করে দিতে চাইছে।