আজকাল ওয়েবডেস্ক: ঋদ্ধিমান সাহার বিদায়ী ম্যাচ। সেই কারণে বাংলা ও পাঞ্জাবের রঞ্জি ট্রফি ম্যাচের পারদ চড়ে।
সেই ম্যাচে বাংলার বোলাররা দাপট দেখালেন। পাঞ্জাবকে ১৯১ রানে মুড়িয়ে দেন বাংলার বোলাররা। দিনের শেষে বাংলার রান ৪ উইকেটে ১১৯ রান।
বাংলার বোলারদের মধ্যে সূরয সিন্ধু জয়সওয়াস ও সুমিত মোহান্তা ৪টি করে উইকেট নেন। মহমম্দ কাইফ নেন ২টি উইকেট।
পাঞ্জাব ব্যাটারদের মধ্যে আনমোল মালহোত্রা অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন। তিনি ওই রান না করলে পাঞ্জাব ১৯১ রানও করতে পারত না।
শুরু থেকেই উইকেট হারাতে থাকে পাঞ্জাব। মাত্র চার জন ব্যাটার দুই অঙ্কের রান করেন পাঞ্জাবের। বাকিরা এলেন আর গেলেন।
বাংলা ব্যাট করতে নেমে দিনের শেষে অপরাজিত রয়েছেন সুমন্ত গুপ্ত (৩৯) ও সূরয সিন্ধু জয়সওয়াল (৫)।
এদিকে বাংলার হয়ে শেষবার মাঠে নামার আগে ঋদ্ধিমান সাহাকে সংবর্ধিত করল সিএবি। এদিন সকালে খেলা শুরুর আগে তাঁর হাতে বাংলা দলের সই করা জার্সি, শাল এবং ফুলের স্তবক তুলে দেন সিএবির সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। উপস্থিতি ছিলেন বাংলা দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফ।
স্নেহাশিস বলেন, 'তোমার কেরিয়ার অনুপ্রেরণাদায়ক। ২০০৭ সালে অভিষেক হওয়ার পর এতদিন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া সহজ নয়। দুর্দান্ত বিষয়। আগামীর জন্য শুভেচ্ছা রইল।' নিজের সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিকে শুভেচ্ছা জানান সৌরভ গাঙ্গুলি। তারকা ক্রিকেটারকে সংবর্ধনার দুটো ছবি পোস্ট করে সৌরভ লেখেন, 'অত্যন্ত সফল ক্রিকেটজীবনের জন্য ঋদ্ধিমান সাহাকে অভিনন্দন। নিজের প্রাপ্তি নিয়ে ওর গর্বিত হওয়া উচিত। বাংলার হয়ে শেষবার মাঠে নামার জন্য শুভেচ্ছা রইল।'
