আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজে জঘন্য হার। ১–৪ ফলে সিরিজ হারতে হয়েছে। সিডনিতে ৫ উইকেটে হার। বাজবল একেবারে মুখ থুবড়ে পড়েছে।
কোচ ম্যাকালামের তীব্র সমালোচনা চলছে। চাকরি থাকবে কিনা ঠিক নেই। বেন স্টোকসও টেস্টে অধিনায়ক থাকবেন কিনা নিশ্চিত নয়। তবে স্টোকস কিন্তু ম্যাকালামের পাশেই আছেন। জিওফ্রে বয়কট বলেই দিয়েছেন, ম্যাকালাম, স্টোকসকে এবার সরানো উচিত। এই পরিস্থিতিতে নেতৃত্বের প্রসঙ্গ টেস্ট শেষে সাংবাদিক সম্মেলনে এড়িয়েই গেলেন ইংরেজ অধিনায়ক।
স্টোকসের কথায়, ‘সিডনিতে একটা অসাধারণ ম্যাচ ছিল। কোনও ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়ালে সেখানে একাধিক নাটকীয় মুহূর্ত তৈরি হয়। লিডটা ২০০ রানের কাছাকাছি হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারব। তবে মানতেই হবে অস্ট্রেলিয়া দুর্দান্ত দল। অনবদ্য খেলেছে ওরা। অসাধারণ বোলাররাও রয়েছে। ওদের কৃতিত্ব প্রাপ্য।’ এরপরই স্টোকসের সংযোজন, ‘আমরা যা খেলেছি তার থেকে আরও ভাল খেলতে পারতাম। পরবর্তী সিরিজের আগে হাতে অনেক সময় রয়েছে। আমাদের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার সময় এসেছে। আশা করছি, নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া যাবে।’
ইসিবি সূত্রে খবর, ম্যাকালামকে নাকি বলা হয়েছে দলের প্রস্তুতি ঠিকমতো ছিল না। সেটার দায় তাঁকে নিতে হবে। তাছাড়া দল যেভাবে খেলছে, তাতেও খুশি নয় ইসিবি। এমনকী দলের অন্দরের পরিবেশও ভাল নয় বলেই মত ইসিবি’র। শোনা যাচ্ছে, ড্রেসিংরুমেও অনেকে ম্যাকালামের উপর আস্থা হারাচ্ছেন। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, অধিনায়ক স্টোকসের কাছেও জবাবদিহি চাওয়া হতে পারে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড ম্যানেজমেন্টকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটার জিওফ্রে বয়কট। তাঁর নিশানায় দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম, অধিনায়ক বেন স্টোকস ও ম্যানেজিং ডিরেক্টর রব কি। বয়কট মনে করেন, এই নেতৃত্বকে না সরালে এরকমই ব্যর্থতা চলতে থাকবে। তাঁর অভিযোগ, ইংরেজ ক্রিকেট ভক্তদের সঙ্গে প্রতারণা করেছেন এরা।
নিজের কলামে বয়কট বলেছেন, এই তিনজনই বারবার ক্রিকেট ভক্তদের সামনে দাবি করে এসেছে, অ্যাশেজের জন্য দুর্দান্ত প্রস্তুতি চলছে। ক্রিকেটারদের বলা হয়েছে, মুক্তমনে খেলো। ব্যর্থ হলেও জবাবদিহি চাওয়া হয় না।
বয়কটের কথায়, ‘এই তিনজন হলেন ইংল্যান্ড ক্রিকেটের জ্ঞানী ব্যক্তি। ম্যাকালাম, স্টোকস ও রব কি বছরের পর বছর মিথ্যা বিক্রি করে এসেছেন। ম্যাকালাম ও কি জানিয়েছিল অ্যাশেজের জন্য সঠিক পরিকল্পনা তৈরি রয়েছে। আমরা সবাই তা দেখলাম। ইংল্যান্ড ১–৪ হারল।’ এরপরই বয়কটের সংযোজন, ‘ম্যাকালামের দর্শন হল ভয়ডরহীন ক্রিকেট। আউট হলে দোষ নেই। কারণ জানে কেউ জবাব চাইবে না। নিজের মতো কাজ করে যাও। এই হয়েছে অবস্থা।’
