আজকাল ওয়েবডেস্ক: তিনি ইংরেজ অধিনায়ক। বেন স্টোকস। বড় দায়িত্ব কাঁধে। সেই স্টোকসই বলছেন, কোহলির সঙ্গে লড়াইটা মিস করবেন তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত একটি ভিডিওয় স্টোকস বলেছেন, ‘বিরাটের লড়াকু মানসিকতার অভাব বোধ করবে ভারত। কোহলির আগ্রাসন এবং জেতার খিদে বাকিদের থেকে আলাদা। জার্সির পিছনে ১৮ সংখ্যাটাকে ও নিজেরই বানিয়ে ফেলেছিল, তাই না? পরের সিরিজে ভারতের কারও জার্সির পিছনে ১৮ নম্বর দেখতে পাব না, এটা ভেবেই খারাপ লাগছে। দীর্ঘ দিন খেলার ফলে কোহলি ভারতীয় দলে একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছিল।’
অবসর নেওয়ার পর বিরাটকে বার্তাও পাঠিয়েছিলেন স্টোকস। বলেছেন, ‘ওকে টেক্সট করেছিলাম। বলেছিলাম, তোমার বিরুদ্ধে খেলতে না পারা খুব দুঃখের। আমি বিরাটের বিরুদ্ধে খেলতে ভালবাসি। বিরাটও তাই। কারণ আমাদের দু’জনের মানসিকতাটা একই। মাঠে নামলে একটা যুদ্ধ হয়।’
টেস্টে বিরাট ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২৩ টেস্টে করেছেন ৯২৩০ রান। শতরান করেছেন ৩০টি। স্টোকসের কথায়, ‘বিরাট দুর্দান্ত ক্রিকেটার। গোটা ভারত ওর প্রশংসা করে। আমরাও করি। ইংল্যান্ডের মাটিতে বিরাটের পারফরম্যান্সও বেশ ভাল।’
