আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আতসকাঁচের নীচে হেড কোচ গৌতম গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফও। তবে এই ধাক্কা সামলে নেবে তিন পক্ষই। রাহুল দ্রাবিড়ের থেকে দায়িত্ব নেওয়ার পর শুধুই ব্যর্থতা জুটেছে গম্ভীরের জমানার শুরুতে। তবে এখনই তাঁর ওপর কোপ পড়ার সম্ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অবশ্যই থাকছেন রোহিত এবং বিরাট। নেতৃত্ব দেবেন রোহিত। বোর্ডের এক সূত্র জানাচ্ছে, জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও থাকতে পারেন দুই সিনিয়র ক্রিকেটার। অন্তত তাঁদের নাম বিবেচনা করা হতে পারে। গত এক দশকে ভারতীয় দলের সাফল্যে বড় অবদান রাখেন বিরাট এবং রোহিত। টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেয়। তারপর থেকেই পারফরম্যান্স গ্রাফ পড়তে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী, এরমধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতা নিয়ে রিভিউ মিটিং হবে। তবে অস্ট্রেলিয়ার বিপর্যয়ের জন্য গৌতম গম্ভীরকে দায়ী করতে চাইছে না বোর্ড। 

বোর্ডের এক সূত্র জানান, 'অস্ট্রেলিয়ায় ব্যর্থতা নিয়ে একটা রিভিউ মিটিং হবে। তবে কারোর ওপর কোপ পড়বে না। একটা সিরিজে ব্যাটারদের ব্যর্থতার জন্য কোচকে ছাঁটাই করা যায় না। গৌতম গম্ভীর কোচ থাকছে। ইংল্যান্ড সিরিজে খেলবে বিরাট, রোহিত। আমাদের ফোকাস চ্যাম্পিয়ন্স ট্রফি।' নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের কর্তার কথায় বোঝা যাচ্ছে, গম্ভীর, বিরাট, রোহিতকে আরও কিছুটা সময় দিতে চাইছে বিসিসিআই। পারথে শতরান করে সিরিজের শুরুটা দারুণ করেন কোহলি। কিন্তু বাকি চার টেস্টে ব্যর্থতা। মোট ১৯০ রান করতে সক্ষম হন। একইভাবে আট ইনিংসে আউট হন তারকা ক্রিকেটার। অন্যদিকে তিন টেস্টে মাত্র ৩১ রান রোহিতের। সিরিজ শেষে দুই তারকার ভবিষ্যৎ নিয়ে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, দু'জনেরই দেশকে প্রতিনিধিত্ব করার খিদে এবং প্যাশন রয়েছে। গম্ভীর দায়িত্ব নেওয়ার পর তিনটে লজ্জাজনক সিরিজ হার। ২৬ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারে ভারত। ঘরের মাঠে প্রথমবার ০-৩ এ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর এবার বর্ডার-গাভাসকর ট্রফিতে হার।