আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত। কিন্তু ট্রফিই পেলেন না সূর্যকুমার যাদব। বলে দিলেন, ‘চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হল না! আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারে কোনওদিন এরকম দেখিনি।’ এরপরই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সংযোজন, ‘আমার ট্রফি ড্রেসিংরুমে রয়েছে। যে ১৫ জন আমরা খেলছি, আমাদের সাপোর্ট স্টাফ সবাই আমার ট্রফি।’ আইসিসি চেয়ারম্যান মহসিন নকভির কাজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এতটা ক্ষুব্ধ যে এবার আইসিসিতে অভিযোগ জানাতে চলেছে তারা।
রবিবারের খেলায় ছিল চূড়ান্ত নাটক। কিন্তু খেলা শেষে নাটক হল তার চেয়ে ঢের বেশি। পুরস্কার বিতরণী পর্ব শুরু হল ঘণ্টাখানেক পর। ড্রেসিংরুম বন্ধ করে বসেছিলেন সলমল আলি আঘা–শাহিন আফ্রিদিরা। ভারতীয় বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সেদেশের মন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া। নকভি অবশ্য রবিবার পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। তিনি যে ট্রফি দেওয়ার জন্য আটঘাট বেঁধেই এসেছেন, বুঝতে অসুবিধা হয়নি ভারতের। তাই আর ট্রফিই নিতে যাননি সূর্যকুমার যাদবরা। একটা টুর্নামেন্টে দু’টো দেশের তিনবার মুখোমুখি হওয়া এবং তাতে একটা দেশেরই বারবার বিজয়ী হওয়া যতটা না বিরল, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দেশের ট্রফি নিতে যা যাওয়া তার থেকে কয়েকগুণ বেশি বিরল। আর সেই বিরল কাজটাই করল টিম ইন্ডিয়া।
ম্যাচের সেরা তিলক ভার্মা, প্রতিযোগিতার সেরা অভিষেক শর্মা বা সেরা গেমচেঞ্জার কুলদীপ যাদব ব্যক্তিগত পুরস্কার নিয়ে গেলেন। তবে তাঁরা যাবতীয় আলাপচারিতা সীমাবদ্ধ রাখলেন পুরস্কার নেওয়ার মধ্যেই। মঞ্চে নকভির উপস্থিতি একেবারেই অগ্রাহ্য করে চলে গেলেন তাঁরা। অভিষেকের পুরস্কার নেওয়ার পর্বেই শেষ হল অনুষ্ঠান। সঞ্চালক সাইমন ভুল বলেই দিলেন, ‘চ্যাম্পিয়ন টিম তাদের পুরস্কার গ্রহণ করতে আসবে না বলেই এশীয় ক্রিকেট কাউন্সিল থেকে আমাকে জানানো হয়েছে। অতএব এই অনুষ্ঠান শেষ এখানেই করছি।’ অদ্ভুতভাবে নকভির বদলে আর কোনও এসিসি কর্তাকে দিয়ে ট্রফি দেওয়ার কথা ভাবাই হল না। ট্রফি না পেয়ে সূর্যকুমাররা ট্রফি ছাড়াই সেলিব্রেট করলেন সেভাবে, যেমনটা রোহিত শর্মা করেছিলেন ২০২৪ টি–২০ বিশ্বকাপ জিতে। যদিও হাতে ট্রফি ছিল না।
এদিকে ট্রফি এবং ভারতীয়দের মেডেল নিয়ে মহসিন নকভি ফিরে যান নিজের হোটেলরুমে। বিসিসিআই বলছে, এসিসি প্রেসিডেন্ট নকভি ট্রফি চুরি করেছেন। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলছেন, ‘আমরা নকভির হাত থেকে ট্রফি নেব না আগেই ঠিক করেছিলাম। তার মানে এটা নয় যে উনি ট্রফি নিয়ে পালিয়ে যাবেন। আশা করি দ্রুত ট্রফি আর মেডেলগুলো ভারতে ফিরিয়ে দেওয়া হবে।’ সাইকিয়া জানিয়েছেন, ‘নভেম্বরে আইসিসির কনফারেন্স। সেখানে এসিসি সভাপতির বিরুদ্ধে আমরা কঠোর অভিযোগ জানাব।’
এদিকে, ভারতকে ট্রফি না দেওয়া হলেও বিসিসিআই থেকে ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়াকে ২১ কোটি টাকা দেওয়া হবে। যা এশিয়া কাপের পুরস্কার মূল্যের থেকে কয়েকগুণ বেশি হবে। সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘৩টে ধামাকা, শূন্য প্রত্যুত্তর, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বার্তা পৌঁছে গিয়েছে।’
