আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরে খেলেছেন দুটি টেস্ট। নিয়েছেন পাঁচটি উইকেট। যদিও এই পরিসংখ্যান আসল ছবিটা ফুটিয়ে তোলে না। অস্ট্রেলিয়ায় আকাশ দীপের সঙ্গে ছিল না ভাগ্যদেবী। সেই কারণে অনেক উইকেট তিনি পাননি। আবার ফলো অন বাঁচানোর জন্য ব্যাট হাতেও তিনি দুর্দান্ত খেলেন। লম্বা ছক্কা মারেন। এর পরেও আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন বোর্ড কর্তা। 

সিডনি টেস্টে পিঠের চোটের জন্য নামতে পারেননি। অনেকেই মনে করছেন আকাশ দীপকে কি মনে রাখবে বোর্ড? এক বোর্ড কর্তা বলেছেন, ''মেলবোর্নে কখনও শর্ট পিচ বল করেছে, কখনওবা অন্য লেন্থে। এই বয়সে বারবার করে যদি দলে আসে আর ছিটকে যায়...।'' তার উপরে পিঠের সমস্যা ঝামেলায় ফেলছে। এই জিনিসটার দিকেও নজর রাখতে হবে। আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে আশঙ্কিত বোর্ড। 

বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি মনে করেন শুরুর দিকে লেন্থ নিয়ে আকাশ দীপের একটা সমস্যা ছিল। কিন্তু পরবর্তীকালে নিজের সমস্যাটা  ধরে ফেলেন আকাশ দীপ। সৌরাশিস বলেন, ''প্রথম দিকে ঠিকঠাক লেন্থে বল ফেলতে পারছিল না। পরে ঠিক জায়গাতেই বলটা রাখতে শুরু করে। যে লেন্থে বল ফেললে ব্যাটার বিভ্রান্ত থাকে যে বল ছাড়ব না মারব, সেই লেন্থেই বল করে আকাশ দীপ।''

বাংলার প্রাক্তন কোচ অরুণ লাল মনে করেন, আকাশ দীপের ব্যাটিংয়ের হাত বেশ ভাল। কিন্তু ব্যাটিংয়ের প্রতি তিনি যত্নশীল নন।