আজকাল ওয়েবডেস্ক: পাল্টে গেল ভেন্যু। আচমকাই। সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি টুর্নামেন্টের সুপার লিগ পর্ব এবং ফাইনাল পুণেতে সরিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল ইন্দোরে। কিন্তু বিশেষ কারণে ম্যাচ সরিয়ে দিতে হল বিসিসিআইকে।
ভারতের ঘরোয়া ক্রিকেটের এই টি–টোয়েন্টি প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচগুলি হচ্ছে কলকাতা, হায়দরাবাদ, লখনউ এবং আমেদাবাদে। এই পর্বের সূচিতে কোনও পরিবর্তন হয়নি। সুপার লিগের ম্যাচগুলি এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুণেতে। জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ পর্ব। ফাইনাল ১৮ ডিসেম্বর।
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘সুপার লিগ এবং ফাইনাল ইন্দোর থেকে পুণেতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারাই ম্যাচ সরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। সুপার লিগ পর্বে খেলবে আটটি দল। সব দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের থাকার জন্য পর্যাপ্ত হোটেলের ঘর পাওয়া যাচ্ছে না ইন্দোরে। বিসিসিআই যে মানের হোটেলে দলগুলিকে রাখে তেমন হোটেলগুলির ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে।
জানা গেছে, ১৩ থেকে ১৬ ডিসেম্বর ইন্দোরে চিকিৎসকদের সম্মেলন রয়েছে। সেই জন্য সংশ্লিষ্ট হোটেলগুলির অধিকাংশ ঘর আগে থেকে ভাড়া নিয়ে রেখেছে চিকিৎসকদের সংগঠন। ফলে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা পর্যাপ্ত ঘরের ব্যবস্থা করতে পারছেন না। এই পরিস্থিতিতে ম্যাচগুলি অন্যত্র সরিয়ে দেওয়ার অনুরোধ করেন তাঁরা। সেই মতো সূচি অনুযায়ী ইন্দোরের সব ম্যাচ পুণেতে হবে বলে জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, সুপার লিগে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের সেরা দল ফাইনাল খেলবে। সব মিলিয়ে ১৩ ম্যাচ হবে পুণেতে।
