আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। লজ্জার হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিরাট, রোহিত থেকে শুরু করে কোচ গম্ভীরও। ঘরের মাঠে স্পিনিং ট্র্যাক বানিয়ে জিততে গিয়ে তা উল্টে ব্যাকফায়ার করে গিয়েছে ভারতের বিপক্ষেই। কিউইদের স্পিনারদের কাছে মাথা নত করতে হয়েছে ভারতীয় দলকে।
বিশেষত, সিনিয়র ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সের পর উদ্বেগ দেখা গিয়েছে সমর্থকদের গলায়। অনেকের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন যদি ২০২৪ সালের দলীপ ট্রফিতে অংশ নিতেন তবে তাদের প্রস্তুতি আরও ভাল হতে পারত। বিশেষজ্ঞদের মতে, ম্যাচের আগে উপযুক্ত অনুশীলনের অভাব এবং শট নির্বাচনে দুর্বলতা ভারতীয় ব্যাটিং ব্যর্থতার অন্যতম কারণ। রোহিত শর্মা ও বিরাট কোহলি তাদের কেরিয়ারের সবথেকে খারাপ পারফরম্যান্স করছেন এই সিরিজে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তার দাবি, ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ার কারণে এর আগে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিশানকে বর্ডার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই নিয়ম ভারতীয় ক্রিকেটের সিনিয়রদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? বোর্ড যদি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার বিষয়ে কঠোর বার্তা দিতে চায়, তবে সিনিয়রদেরও এতে অংশগ্রহণ করতে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খুব বেশি ক্রিকেট খেলা হয়নি। টেস্ট সিরিজের আগে দলীপ ট্রফিতে একটি ম্যাচ খেললেও অনেকটা সুবিধা হত বলে মনে করছে বোর্ড। উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেটকে। সেখানে আন্তর্জাতিক ম্যাচ না থাকলে শেফিল্ড শিল্ডে অংশ নিয়ে থাকেন স্টিভ স্মিথের মত খেলোয়াড়রাও।
