আজকাল ওয়েবডেস্ক:‌ টেস্টে ভরসা থাকলেও একদিনে নেই। শুভমান গিল না থাকায় গুয়াহাটি টেস্টে অধিনায়কত্ব করছেন ঋষভ পন্থ। এটা ঘটনা, শুভমানের পরিবর্তে ভারতের একদিনের দলের নেতৃত্ব দেওয়া হয়নি পন্থকে। অথচ তিনি দলে রয়েছেন। তাহলে কেন পন্থকে দায়িত্ব দেওয়া হল না? জানা গেল কারণ।
ভারতের টেস্ট দলের সহ–অধিনায়ক পন্থ। সুতরাং, অধিনায়ক শুভমান না থাকলে তিনিই যে নেতৃত্ব দেবেন, তা নিশ্চিত। কিন্তু একদিনের দলে শুভমানের সহকারী শ্রেয়স আইয়ার। সুতরাং, শুভমান না থাকলে শ্রেয়সের নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু শ্রেয়সও চোটের কারণে নেই। অন্তত দু’মাস খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে ভারতকে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হত। পন্থের বদলে লোকেশ রাহুলকে অধিনায়ক করা হয়েছে।


সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এই সিদ্ধান্তের কারণ জানিয়েছেন এক কর্তা। তাঁর মতে, পন্থ একদিনের ক্রিকেট কম খেলায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি। ওই কর্তা বলেন, ‘‌রাহুল এর আগেও পরিবর্ত অধিনায়কের দায়িত্ব সামলেছে। ওর অভিজ্ঞতা আছে। পন্থেরও অভিজ্ঞতা আছে। কিন্তু গত এক বছরে ও মাত্র একটা একদিনের ম্যাচ খেলেছে। তাই ওকে নিয়ে আলোচনা হয়নি। নির্বাচকরা আশা করছেন, নিউজিল্যান্ড সিরিজের আগে শুভমান দলে ফিরবেন।’‌


এদিকে, হার্দিক পাণ্ডিয়া এখন প্রতিযোগিতা ক্রিকেট খেলার মতো ফিট নন। তাই তাঁর কথা বিবেচনা করা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজকেও। আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটারদের খেলার চাপ সহনশীল মাত্রার মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণদের। বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলবেন টেম্বা বাভুমাদের বিরুদ্ধে। দু’জনেই দলে রয়েছেন। একদিনের দলেও জায়গা হয়নি বাংলার মহম্মদ সামিরও।