আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পুরস্কার। টিম ইন্ডিয়াকে ৫৮ কোটি টাকা দেবে বিসিসিআই। বোর্ড বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের সব ম্যাচ জেতার পর সেমিফাইনালে ভারত উড়িয়ে দেয় অস্ট্রেলিয়াকে। আর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়।
বোর্ড বৃহস্পতিবার যে বিবৃতি জারি করেছে তাতে বলা হয়েছে, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড অত্যন্ত আনন্দিত। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ৫৮ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে দলকে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কোচিং স্টাফ, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটির সদস্যদের মধ্যে টাকাটা ভাগ করে দেওয়া হবে।’ বোর্ড বিবৃতিতে আরও বলেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দুরন্ত নেতৃত্বে ভারত গোটা টুর্নামেন্টে রীতিমতো আধিপত্য নিয়ে খেলেছে। ফাইনালে ওঠার পথে চারটি ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। টুর্নামেন্টের শুরুতেই বাংলাদেশকে ছয় উইকেট হারিয়েছিল ভারত। তারপর পাকিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে জয়। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৪ রানে জয়। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারানো। এরপর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন।’
বোর্ড সভাপতি রজার বিনি জানিয়েছেন, ‘টানা দুটো আইসিসি ট্রফি জয় কৃতিত্বের। বিশ্ব ক্রিকেটে ভারত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। ক্রিকেটারদের দুর্দান্ত লড়াইকে কুর্নিশ জানানোর জন্যই এই সিদ্ধান্ত। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘ক্রিকেটারদের এই পুরস্কার ঘোষণা করতে পেরে বোর্ড গর্বিত। সাদা বলের ক্রিকেটে ভারত যে অপ্রতিরোধ্য তা ফের প্রমাণ হল। ক্রিকেটারদের নিষ্ঠা ও পরিশ্রমকে কুর্নিশ।’
রোহিত, বিরাটদের হাতে কবে টাকা তুলে দেওয়া হবে তা জানায়নি বিসিসিআই। সম্ভবত খুব শীঘ্রই।
