আজকাল ওয়েবডেস্ক: টানা দ্বিতীয় বার অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা।
ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দলের সামনে ফাইনালে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের মহিলা দলের দুর্দান্ত এই কৃতিত্বের জন্য বিসিসিআই ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।
ফাইনালে প্রোটিয়া ব্রিগেডকে ভারত ৯ উইকেটে হারিয়েছে। বিশ্বকাপে টানা সাতটি ম্যাচ জিতেছে ভারত।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮২ রানে শেষ হয়ে যায়। প্রোটিয়া ব্রিগেডের রান তাড়া করতে নেমে ভারতীয় দল ১১.২ ওভারেই ম্যাচ জিতে নেয়।
এবার নিয়ে টানা দ্বিতীয়বার খেতাব জিতল ভারত। প্রথমবার শেফালি ভার্মার নেতৃত্বে জিতেছিল ভারতীয় দল। এবার দলের ক্যাপ্টন নিকি প্রসাদ।
বিসিসিআই-এর তরফে পাঠানো বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ''মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের সঙ্গে শিরোপা ধরে রাখার জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই অসাধারণ সাফল্যকে সম্মান জানাতে, বিসিসিআই প্রধান কোচ নুশিন আল খাদিরের নেতৃত্বে বিজয়ী দল এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকা আর্থিক পুরষ্কার ঘোষণা করেছে।''
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের রানে পৌঁছন। বাকিরা এলেন আর গেলেন। ভারতীয় বোলারদের মধ্যে সিয়োদিয়া, শুক্লা ও বৈষ্ণবী ২টি করে উইকেট নেন। গঙ্গাদি তৃষা তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। সিরিজ সেরাও হন তিনি।
