আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জের বড় আকার নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না তারা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই আইসিসির এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ভারতে আসবে না বলে বিবৃতি দিয়েছে। আইসিসি-কে পাঠানো মেলে একথাই জানিয়েছে বিসিবি। বাংলাদেশের এহেন সিদ্ধান্তের পরে এই সিদ্ধান্তের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু সংক্রান্ত বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

বাংলাদেশের পাঠানো মেলের জবাব এখনও পাঠায়নি আইসিসি। সেই মেলের অপেক্ষায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথা বলবেন না। আমিনুল বলেছেন, ''ক্রিকেট বোর্ডের সমস্ত ডিরেক্টরদের সঙ্গে দু' দফায় আলোচনা করেছি আমরা। তার পরে সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে ভারতে দল পাঠানো একেবারেই নিরাপদ নয় বলে আমরা মনে করছি।'' 

আমিনুল যোগ করেন, ''আইসিসি-কে আমরা চিঠি পাঠিয়েছি। যা বলার সেটা পরিষ্কার করে আমরা জানিয়েছি আইসিসিকে। আমাদের কাছে নিরাপত্তা বড় বিষয়। সেটাই আমরা অনুসরণ করছি। আইসিসি-কে আমরা মেল করেছি। আশা করছি আইসিসি-র সঙ্গে দ্রুত আমরা মিটিং করবো। আমাদের আশঙ্কার কথা ওদের জানাতে পারব।'' 

আইসিসি-র মেলের উপরে নির্ভর করছে বিসিবি-র পরবর্তী পদক্ষেপ। আইসিসি কী জবাব দেয়, তা জানা নেই কারওরই। তাই অপেক্ষা করছে বিসিবি। আমিনুল বলছেন, ''আমরা বিসিসিআই-এর সঙ্গে কথা বলব না। কারণ ইভেন্টটা আইসিসির। আমরা আইসিসি-র সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের সঙ্গেই কথাবার্তা বলছি।'' 

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। কিন্তু দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কি আদৌ তা সম্ভব? আমিনুল বলছেন, ''দু'দেশের মধ্যে ক্রিকেট, দ্বিপাক্ষিক সিরিজ বা বিশ্বকাপ খেলা অন্য ব্যাপার। তবে এই মুহূর্তে নিরাপত্তাই আসল ব্যাপার। আমরা এখন নিরাপত্তার ব্যাপার নিয়েই ভাবনাচিন্তা করছি।''