আজকাল ওয়েবডেস্ক: রেলওয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলবেন বিরাট কোহলি। কোহলি খেলবেন বলে সেই ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে।
কিন্তু বিরাট কোহলি কত নম্বরে ব্যাট করতে নামবেন? দিল্লি অধিনায়ক স্বয়ং ধোঁয়াশা দূর করেছেন।
বিরাট কোহলির জন্য আত্মত্যাগ করবেন দিল্লি ক্যাপ্টেন আয়ুশ বাদোনি। নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দেবেন কোহলিকে। ক্যাপ্টেন নেমে যাবেন এক ধাপ নীচে।
বাদোনি চার নম্বরে ব্যাট করেন। কোহলিকে তিনি চার নম্বর ব্যাটিং পজিশন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন স্বয়ং বাদোনি। বাদোনি এক ধাপ নেমে পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে আগের ম্যাচে বাদোনি কিন্তু নিজের ব্যাটিং পজিশন বদলাননি। তিনি চারেই নামেন। ঋষভ পন্থ নামেন পাঁচে।
একদিকে কোহলি, অন্যদিকে পন্থ। এরকম তারকাখচিত দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কেমন?
সাংবাদিক বৈঠকে বাদোনি বলেছেন, ''যে দলে তারকা ক্রিকেটারের সংখ্যাধিক্য সেই দলকে নেতৃত্ব দেওয়ার অনুভূতিই অন্যরকম। ওদের উপস্থিতিটাই যথেষ্ট। আমি মোটিভেটেড হই। আগেও আমি কোহলির বিরুদ্ধে খেলেছি। এবার কোহলির সঙ্গে খেলব। ওর সঙ্গে খেলা মজার। মাঠের ভিতরে যেমন মজা করে, মাঠের বাইরেও তাই।''
কোহলির উপস্থিতির জন্যই এই ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সকালে ফিরোজ শাহ কোটলার বীরেন্দ্র শেহবাগ গেটের বাইরে সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের ভিড় দেখে ঘাবড়ে যায় স্থানীয় পুলিশ। দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর তাঁর উচ্চপদস্থ অফিসারকে ফোন করে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেন। এটাই কোহলির মহিমা।
