আজকাল ওয়েবডেস্ক: একসময়ে দু'জনের মধ্যে তুলনা হত। কে সেরা? ব্রায়ান লারা না শচীন তেণ্ডুকর? তা নিয়ে চলত নিরন্তর চর্চা। মাস্টার ব্লাস্টার স্বয়ং ব্রায়ান চার্লস লারার ফুটওয়ার্কের প্রশংসা করেছেন। মাইকেল জ্যাকসনের পায়ের ছন্দের সঙ্গে শচীন তুলনা করেছেন লারার ফুটওয়ার্কের। 

একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে উপস্থিত থেকে কথাগুলো বলেছেন শচীন। তিনি যখন বলছেন তখন তাঁর সামনে ছিলেন লারা। অর্থাৎ ক্যারিবিয়ান কিংবদন্তির সামনেই শচীন তাঁর প্রশংসা করলেন। 

আরও পড়ুন: ‘মহামেডান ছাগলের তৃতীয় সন্তান’, বিস্ফোরক মন্তব্য নওশাদের, ‘সস্তায় প্রচারের চেষ্টা’, পাল্টা দীপেন্দুর...

কী বলেছেন শচীন? তেন্ডুলকর বলেন, লারা ছিল ক্যারিবিয়ান ক্যালিপসো। দুর্দান্ত ফুটওয়ার্ক ছিল। সেটাকে ক্যালিপসোর পর্যায়ে নিয়ে গিয়েছে। আমার কাছে একবার লারার ফুটওয়ার্ক নিয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার মনে হতো, মাইকেল জ্যাকসনের মতোই লারার ফুটওয়ার্ক।'' 

লারার ব্যাটিং উচ্ছ্বল ক্যালিপসোর মতো। নিজের ব্যাটিং কীরকম ছিল? শচীন বলেন, ''আমার ব্যাটিং ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মতো। একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হলে সেরাটা বেরিয়ে আসত। ভারত-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হলেই লড়াইটা এসে দাঁড়াত লারা ও আমার।'' 

দুই মহাতারকার লড়াই নিয়ে পৃথিবী দ্বিধাবিভক্ত হয়ে যেত। লারার ফুটওয়ার্ক, তাঁর ব্যাটিং নিয়ে মন্তব্য করেছেন শচীন। কিন্তু লারা আধুনিক ডনকে নিয়ে কী বললেন? লারা বলেন, ''আমি শচীনের ব্যাটিং সম্পর্কে কী ভাবি, তা জানতে চাওয়া হয়েছিল আমার কাছে। আমার উত্তর ছিল, আমার কোনও ছেলে থাকলে আমি চাইতাম শচীনের মতো যেন ও ব্যাট করে।'' এর থেকে ভাল সার্টিফিকেট কি আর হয়? 

আরও পড়ুন: 'পেনাল্টি শুট আউটের আগে দেবজিৎকে চাপে ফেলেছিলেন কোচ', গোপন কথা ফাঁস করলেন সন্দীপ