আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। চারটে ম্যাচ জিতে অপরাজিত তকমা নিয়ে ফাইনালে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি। সেখানে ভারতের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। প্রায় পারফেক্ট ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছেছে ভারত। তবে ক্রিকেটমহলের একটি বড় অংশ এর কৃতিত্ব দুবাইয়ের পিচকে দিচ্ছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের সব ম্যাচ খেলেছে ভারতীয় দল। সেখানে বাকিদের বিভিন্ন জায়গায় গিয়ে খেলতে হয়েছে। এই কারণেই অনেকে মনে করছে বাড়তি সুবিধা পেয়েছে ভারত। এর আগে এই অভিযোগ উড়িয়ে দেন গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। এবার পালা টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের। 

শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে, সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি ড্রয়ের পর দুবাইয়ের পরিবেশ এবং পরিস্থিতি বদলে যায়নি। কোটাক বলেন, 'আমি বুঝতে পারছি না আমরা কী সুবিধা পেয়েছি। তেমন কোনও সুবিধা আমরা পাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র অনেক আগে ঘোষণা করা হয়েছে। ভারত চারটে ম্যাচ জেতার পর সবার মনে হচ্ছে আমরা সুবিধা পাচ্ছি। আমি জানি না এর উত্তর কীভাবে দেব। দিনের শেষে ভাল ক্রিকেট খেলতে হয়। ভাল না খেলতে পারলে অভিযোগ করে কোনও লাভ নেই। ভাল খেললে, সুবিধার কথা বলে লাভ নেই। আমরা একটা জায়গায় প্র্যাকটিস করছি, অন্য জায়গায় ম্যাচ খেলছি। অবশ্যই আলাদা উইকেটে। এভাবেই ড্র হয়েছে। কিছু করার নেই। এমন নয় যে আমরা আসার পর কিছু বদলানো হয়েছে।' ভারতের ব্যাটিং কোচ মনে করছেন, যারা ভাল ক্রিকেট খেলতে পারেনি, তাঁরাই এমন অভিযোগ করছে।