আজকাল ওয়েবডেস্ক: জেসন গিলেসপি যে পাকিস্তানের দায়িত্ব ছাড়তে চলেছেন, তার দেওয়াললিখন স্পষ্ট ছিল। 

গিলেসপির সঙ্গে একাধিক বিষয় নিয়ে পিসিবির মতপার্থক্য তৈরি হয়েছিল। যা চরম জায়গায় পৌঁছায় যখন গিলেসপি শুক্রবার ভোরে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠতে অস্বীকার করেন। এরপরই দায়িত্ব ছেড়ে দেন গিলেসপি। 

এবার গিলেসপি জমানা নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাক তারকা বলেন, ''দক্ষিণ আফ্রিকায় না গিয়ে ভালই করেছে গিলেসপি। কেন গেল না? কারণ দক্ষিণ আফ্রিকায় খেলা সহজ নয়।'' 

বাসিত আলি জানান, এরপরে সহকারী কোচ নিয়েলসেন এবং গিলেসপি যদি আইপিএলে কোচিং করানোর প্রস্তাব পান, তাহলে তিনি অন্তত অবাক হবেন না। 

বাসিত বলেছেন, ''জেসন গিলেসপি নিজের সিভি ভাল করতে চেয়েছিল, সেটা ও করেছে। কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এটাই সেরা সময় ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতা বড় কৃতিত্ব। আমাদের দেশে কী হয়? সবাই নিজেদের সিভি বানাতে আসে।'' 

গিলেসপি সরে যাওয়ায় সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও অন্তর্বর্তী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য পিসিবি নিয়োগ করেছে দেশের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদকে।

টিম নিয়েলসেনের মেয়াদ না বাড়ানো নিয়ে সমস্যার সূত্রপাত। এমনকী এই সিদ্ধান্ত নাকি গিলেসপির সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছে। এরপরই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন গিলেসপি।