আজকাল ওয়েবডেস্ক: পাউ কুবার্সির সম্ভাব্য গোল হয়ে গেল রাফিনিয়ার নামে। বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ওই গোলের পরে রাফিনিয়া ক্ষমা চাইলেন সতীর্থের কাছে।

চ‍্যাম্পিয়ন্স লিগের  কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা  একপেশে ভাবে ম্যাচ জেতে। বার্সা ম্যাচটি জেতে ৪-০ গোলে। খেলার শেষে রাফিনিয়ার কাছে সেই গোল নিয়ে প্রশ্ন উড়ে আসে।

যার উত্তরে রাফিনিয়াকে বলতে শোনা গিয়েছে, ''অফসাইডে ছিলাম কিনা, তা নিয়ে চিন্তায় ছিলাম। শেষমেশ গোলটা দেওয়া হয়েছে। কুবার্সির কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কুবার্সি আমাকে এই বিষয় নিয়ে ভাবনাচিন্তা করতে নিষেধ করেছে। আমি ভেবেছিলাম, বল বাইরে চলে যাচ্ছে।'' 

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর মোট গোলসংখ্যা ১২টি। অ্যাসিস্ট সাতটিতে। সব মিলিয়ে, এবারের চ্যাম্পিয়ন্স লিগে মোট ১৯টি গোলে জড়িয়ে রাফিনিয়ার নাম।  লিওনেল মেসির সেরা পারফরম্যান্সকে ছুঁয়ে ফেললেন রাফিনিয়া।

আগামী মঙ্গলবার ডর্টমুন্ডের মাঠে ফিরতি সাক্ষাৎ। ২০১৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলবে বার্সেলোনা।