আজকাল ওয়েবডেস্ক: এখনও প্রাপ্তবয়স্ক হননি। বয়স ১৭ বছর। আগামী ১৩ জুলাই ১৮ তে পা রাখবেন। কিন্তু তাঁর গার্লফ্রেন্ডের বয়স শুনলে চক্ষু চড়কগাছ হবে। ৩০ বছরের ফাতি ভাসকেজের সঙ্গে ছুটি কাটাতে গেলেন লামিনে ইয়ামাল। যা নিয়ে তোলপাড় স্প্যানিশ মিডিয়া। বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছেন বার্সিলোনা স্টার। সেখানে রিসর্ট, সুইমিং পুল, হেলিকপ্টার, বোট থেকে বিভিন্ন ছবি পোস্ট করেন। কিন্তু প্রশ্ন হল কার সঙ্গে গিয়েছেন? স্পেনের বেশ কিছু মিডিয়ায় দাবি, ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার ফাতি ভাস্কেজের সঙ্গে বেড়াতে যান ইয়ামাল। সেই মহিলার বয়স নাকি ৩০ বছর। সন্দেহের কারণ, একই সময় একই জায়গা থেকে দু'জন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। স্প্যানিশ মিডিয়ায় দাবি উড়িয়ে দেন তারকা ফুটবলার। ইয়ামাল জানান, জাতীয় দলের এক সতীর্থের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি।
এবার কহানি মে টুইস্ট। ২৯ বছর বয়সী প্রাক্তন পর্ন তারকা ক্লদিও বাভেলের সঙ্গে ইয়ামালের সম্পর্ক নিয়ে কালি খরচ হয়েছে সংবাদ মাধ্যমে। বিয়ষটি নিয়ে ইয়ামাল দাবি করেছেন, বাভেল স্বয়ং দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি দেখা করেননি। তাঁদের কখনও কোথাও দেখা হয়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন পর্ন তারকা বাভেল স্বয়ং।
তাঁর দাবি, ইয়ামালই বারংবার বার্তা পাঠিয়ে তাকে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ইয়ামালের বয়স কম হওয়ায় তিনি সাড়া দেননি। তবে ইয়ামালের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে কয়েকবার দেখা হয়েছে বলেও দাবি করেছেন বাভেল।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে বাভেল লিখেছেন, ''এই বিষয়টা নিয়ে আমি কখনও কথা বলতে চাইনি। কিন্তু ইয়ামাল যেহেতু বলেছে, তাই কিছু বিষয় পরিষ্কার করা দরকার। ইয়ামালের দাবি, ও মায়ের সঙ্গে থাকে। আসলে ইয়ামাল একা থাকে। ও বলেছে, আমার প্রস্তাব নাকচ করেছে। অথচ ইয়ামালই আমাকে বারংবার দেখা করার জন্য পীড়াপিড়ি করত।''
বাভেল আরও বলেন, ''আমি অত্যন্ত সম্মানের সঙ্গে অনুরোধ করছি আমাকে উদ্দেশ করে কুৎসিত ও মানহানিকর বার্তা পাঠানো যেন বন্ধ করা হয়। আমি কখনওই কোনও অপ্রাপ্তবয়স্কের সঙ্গে সম্পর্ক তৈরি করিনি, কখনো সাক্ষাৎ করিনি। খ্যাতি বা অর্থ উপার্জনের কোনও পরিকল্পনাও আমার নেই।''
স্পেনের একটি টিভি শোয়ে বাভেল ফাঁস করেছেন তাঁর সঙ্গে ইয়ামালের কথাবার্তা। তিনি বলেন, ''ইয়ামাল আমাকে বাড়িতে ডেকেছিল। আমি বলেছিলাম, বেশি হয়ে যাচ্ছে এসব। তুমি আমার থেকে বয়সে ১১ বছরের ছোট। ইয়ামাল জবাবে বলেছিল, এটা কোনও বিষয়ই নয়। আমি বলেছিলাম, আমি যদি পুলিশের হাতে ধরা পড়ি, তুমি কি ছাড়াবে? ইয়ামাল বলেছিল, সেরকম কিছুই হবে না। ইয়ামালের ১৮ বছর হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি।'' ফুটবল মাঠের বাইরের ঘটনায় জড়িয়ে পড়ছেন ইয়ামাল।
