আজকাল ওয়েবডেস্ক: এভাবেও ফিরে আসা যায়! বার্সেলোনা দেখিয়ে দিল সবই সম্ভব। অসম্ভব কিছুই নয়। 
প্রথমার্ধে বেনফিকা ৩-১ গোলে এগিয়েছিল। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটা হারতে চলেছে বার্সা। 

কিন্তু দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের দারুণ এক চিত্রনাট্য লিখল বার্সা। রেফারির শেষ বাঁশির পরে বার্সেলোনা ম্যাচটা জিতে নিল ৫-৪-এ। সরাসরি শেষ ষোলোতে পৌঁছে গেল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। 

বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তে তিনি গোলটি করেন বার্সেলোনার হয়ে। 

বর্ষণসিক্ত লিসবনে ঘটনাবহুল ম্যাচ। মাত্র ৩০ মিনিটেই তিন গোল করে বার্সাকে প্রবল চাপে ফেলে দেয় বেনফিকা। গ্রিসের ফুটবলার ভাঙ্গেলিস পাভলিদিস ২,২২ এবং ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক সেরে ফেলেন। ১৩ মিনিটে লেভানডস্কি পেনাল্টি থেকে ৩-১ করেন। বিরতির সময়ে খেলার ফল ছিল ৩-১। 

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরান রাফিনিয়া। ৬৪ মিনিটে রাফিনিয়ার গোলে বার্সেলোনা ৩-২ করে। ৬৮ মিনিটে রোনাল্‌দ আরাউহোর আত্মঘাতী গোলে বেনফিকা ৪–২-এ এগিয়ে যায়। ম্যাচ প্রায় পকেটে পুরে ফেলেছে বেনফিকা। 

এমন সময়ে ৭৮ মিনিটে লামিনে ইয়ামাল পেনাল্টি আদায় করেন। পেনাল্টি থেকে লেভানডস্কি গোল করে ম্যাচ জমিয়ে দেন। 

৮৬ মিনিটে পেদ্রির দুরন্ত ক্রস থেকে হেডে ৪-৪ করেন এরিক গার্সিয়া। আর খেলার একেবারে শেষ লগ্নে রাফিনিয়ার জাদুতে বার্সা ৫-৪-এ ম্যাচ জিতে নেয়। শেষ ১৮ মিনিটে তিন গোল দিয়ে বার্সা রূপকথা লেখে।