আজকাল ওয়েবডেস্ক: গ্রিনপার্কের বাইশ গজে যখন লড়াইয়ে মত্ত রোহিত শর্মা, শাকিব আল হাসানরা, গ্যালারিতে ঘটে গেল একটি দুর্ঘটনা। ভারতীয় ফ্যানদের হাতে মারধর খেতে হল বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবিকে। শেষমেষ হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। চিকিৎসার জন্য তাঁকে স্টেডিয়ামের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। স্থানীয় ফ্যানদের সঙ্গে রবির ঝামেলার কারণে এখনও জানা যায়নি। একটি ভিডিও পোস্ট করে এক সর্বভারতীয় সংবাদসংস্থা। সেখানে লেখা হয়, 'বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন মারধর করা হয়েছে। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।' 

বাঘের আদলে পোশাক পরেছিলেন বাংলাদেশের এই সুপার ফ্যান। স্ট্যান্ড সিতে বসে খেলা দেখছিলেন। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানান, পুরো ঘটনার ব্যাখ্যা করতে পারেনি রবি। মিডিয়ার সঙ্গে কথা বলার সময়, বাংলাদেশের ফ্যান জানান, তাঁর পেটে ঘুঁষি মারা হয়। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, 'স্ট্যান্ড থেকে বেরোনোর সময় ও যন্ত্রণায় কাতরাচ্ছিল। দেখে মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে। বসার জন্য ওকে চেয়ার দেওয়া হয়। কিন্তু ও পড়ে যায়। ওকে কেউ মেরেছে কিনা জানি না। সংশ্লিষ্ট স্ট্যান্ডে ফ্যানদের দিকে নজর রাখার জন্য এক পুলিশ কর্মী রয়েছে। ও কী বলতে চাইছিল, আমরা বুঝতে পারিনি। তবে যন্ত্রণায় কাতরাচ্ছিল। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায়, স্টেডিয়ামের মেডিক্যাল দল ওকে কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে যায়।' ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ অফিসার জানান, স্টেডিয়ামেই প্রাথমিক শুশ্রূষার পর বাংলাদেশের সুপার ফ্যানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।