আজকাল ওয়েবডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে কানপুর টেস্টের পর দেশের হয়ে আর খেলতে পারেনি বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। অনেকেই ধরে নিয়েছেন তারকা ক্রিকেটারের কেরিয়ার শেষ। কিন্তু তিনি এখনও দেশের হয়ে খেলতে চান। দেশের হয়ে খেলেই অবসর নিতে চান।
বাংলাদেশের এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেন, ''আমি এখনও বাংলাদেশের হয়ে খেলতে চাই। বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সবার সঙ্গেই আমি যোগাযোগ করেছি।''
গত বছর সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে শেষবার তিনি খেলেছেন কানপুর টেস্টে। সেই সফরেই শাকিব বলেছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলবেন না। অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট ফরম্যাট থেকেও অবসর নেবেন। ওয়ানডে চালিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে চেয়েছিলেন শাকিব।
কিন্তু শাকিবের ইচ্ছাপূরণ হয়নি। তিনি বলছেন, ''আমি সংসদ সদস্য ছিলাম কিন্তু এখন আর নেই। কোনও দলে কোনও রাজনৈতিক পদেও এখন আর নেই। ১৮ থেকে ২০ বছর ধরে যে কাজটা করছি, সেটাকে থামিয়ে দেওয়া কি আপত্তিকর নয়? আমি এখনও বাংলাদেশের হয়ে খেলে কেরিয়ার শেষ করতে চাই।'
তিনি দেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি-র সাহায্য পাননি। তা নিয়ে কোনও অভিযোগ নেই শাকিবের। তিনি বলেছেন, ''গত ১৮ বছর নাকি শেষের ৬ মাস, কোনটা দেখে আমাকে বিচার করা হবে। তা আপনাদের উপরেই ছেড়ে দিলাম।''
