আজকাল ওয়েবডেস্ক: আইএফআইসি ব্যাঙ্কের দুটি চেক বাউন্স হওয়ার ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার শাকিব আল হাসানের বিরুদ্ধে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাকিম জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করেন। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ রাজনৈতিক ভাবে অস্থির হয়ে রয়েছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা এবং অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার পর শাকিব এখনও বাংলাদেশে ফেরেননি। 

 

তার মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হল তাঁর নামে। জানা গিয়েছে, ওই ব্যাঙ্কের এক আধিকারিক শাহিবুর রহমান ব্যাঙ্কের তরফে এই মামলা দায়ের করেন। গত বছরের অক্টোবর মাসে চেক বাউন্সের কারণে ব্যাঙ্ক থেকে শাকিবকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। এরপর ২৪ ডিসেম্বর শাকিব এবং তাঁর প্রতিষ্ঠানের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তারা হলেন গাজী শাহাগীর হোসেন, ইমদাদুল হক এবং মালাইকা বেগম। জানা গিয়েছে, শাকিবের কোম্পানি আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড ওই ব্যাঙ্কের থেকে ঋণ নিয়েছিল।

 

সেই ঋণ পরিশোধের জন্য চেক দেওয়া হয়। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক বাউন্স করে যায়। মামলা দায়েরর পরও কোনও সমাধান সূত্র বেরোয়নি। রবিরার শাকিবের কোম্পানির দুই কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করে। প্রসঙ্গত, শাকিব ২০১৬ সালে সাতক্ষীরার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন। তবে, ২০২১ সাল থেকে ফার্মটি কার্যত বন্ধ হয়ে রয়েছে বলে জানা গিয়েছে।