আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগে হত্যাকাণ্ডের সঙ্গে শাকিব আল হাসানের নাম জড়িয়ে পড়ায় চমকে গিয়েছিল ক্রিকেটপ্রেমীরা। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে মামলা দায়ের করে। ৭ আগস্ট মৃত্যু হয় তাঁর ছেলের। ঢাকার আদাবর পুলিশ স্টেশনে এফআইআর করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৫৪ জনের একটি তালিকা দেওয়া হয়। সেখানে ২৮তম স্থানে রয়েছে শাকিবের নাম। বর্তমানে রাওয়ালপিন্ডিতে আছেন বাংলাদেশের ক্রিকেটার। পাকিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছেন। কিন্তু শাকিবকে অবিলম্বে সিরিজ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় রফিকুল ইসলামের আইনজীবীরা। জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি আইনি নোটিসও পাঠানো হয়েছে। সেখানে শাকিবকে সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানান, প্রথম টেস্টের শেষে শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, 'শাকিবের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। তবে আমরা এখনও কোনও আইনি নোটিস পাইনি। এফআইআর করা হয়েছে। সেই অনুযায়ী তদন্ত চলবে। আমরা এখন একটা টেস্ট ম্যাচ খেলছি। চতুর্থ দিন দল ভাল খেলেছে। তাই শাকিবকে নিয়ে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর আমরা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আশা করছি তার মধ্যে আমরা আইনি নোটিস হাতে পেয়ে যাব।'
দুই টেস্টের মধ্যে তিনদিনের বিরতি আছে। ৩০ আগস্ট শুরু দ্বিতীয় টেস্ট। বিসিবির সভাপতি জানান, তার আগেই শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফারুক আহমেদ বলেন, 'আমি জানি শাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এখনও কিছু প্রমাণিত হয়নি। তাই তার আগে সিদ্ধান্ত নেওয়া কঠিন। চুক্তি অনুযায়ী ও বাংলাদেশের প্লেয়ার। টেস্ট ম্যাচ চলাকালীন ওকে বসিয়ে দেওয়া যায় না। ৩০ আগস্ট দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের মাঝে একটা বিরতি আছে। সেই সময় আমরা ভেবে সিদ্ধান্ত নেব।' পাকিস্তানের মাটিতে প্রথম টেস্টে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন শাকিব। জীবনের এই কঠিন সময়ও বাইশ গজে জ্বলে ওঠেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।
