আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার না থাকা বড় ধাক্কা। বোর্ডের ঘোষণার পর থেকে এই নিয়েই চর্চা চলছে। তবে এই নিয়ে বিশেষ জলঘোলা করতে চান না লক্ষ্মীপতি বালাজি। তিনি মনে করেন, ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে মহম্মদ সামির। ভারতীয় দলের প্রাক্তন তারকার ধারণা, তারকা পেসারের দক্ষতা এবং অভিজ্ঞতা দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বালাজি বলেন, '২০১৯ এবং ২০২৩ বিশ্বকাপে সামি বুমরাকে ছাপিয়ে গিয়েছিল। সব ফরম্যাটে বুমরা চ্যাম্পিয়ন বোলার। তবে সামির অভিজ্ঞতা আছে। বুমরা‌ আসার আগে সামিই দলের দায়িত্ব কাঁধে তুলে নিত।'

বুমরার অনুপস্থিতিতে নতুন বলে বল করার দায়িত্ব থাকবে সামির ওপর। শুরুতে উইকেট নেওয়ার জন্য তাঁর ওপরই নির্ভরশীল থাকবে দল। এই প্রসঙ্গে বালাজি বলেন, 'ভারতীয় দলকে সাফল্য পেতে হলে, নতুন বলে সামিকে ভাল বল করতে হবে। প্রথম ছয় ওভার এবং নতুন বলে ও কতটা প্রভাব ফেলতে পারে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। শুরুতে উইকেট তুলে নিতে পারলে, ভারতের সম্ভাবনা থাকবে।' চোট সারিয়ে মাঠে ফিরেছেন ঠিকই। কিন্তু সামি এখনও নিজের চেনা ছন্দ ফিরে পাননি। গতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে অনেকেই। বালাজি জানান, চোটের জন্য গতি কিছুটা কমেছে। সেটা অস্বীকার করার জায়গা নেই। তবে অভিজ্ঞতা দিয়ে সেটাকে পুশিয়ে দেবেন তারকা পেসার। উইকেট তুলে নেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একটি গুরুদায়িত্ব থাকবে সামির ওপর। অর্শদীপ সিং, হর্ষিত রানাদের গাইড করতে হবে তাঁকে।