আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১-এ।
তবুও ভারতের ড্রেসিং রুমে অস্বস্তিকর খবর। বাকি দুটো ম্যাচে খেলতে আর দেখা যাবে না দেশের তারকা অলরাউন্ডারকে।
তিনি অক্ষর প্যাটেল। ধর্মশালায় অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্যাটেল খেলেননি। সেই তিনিই অসুস্থতার জন্য বাকি দুটো ম্যাচে নামবেন না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অক্ষর প্যাটেলের পরিবর্তের নাম ঘোষণা করেনি এখনও।
১৪ ডিসেম্বর জশপ্রীত বুমরাহ বাড়ি ফিরে আসেন ব্যক্তিগত কারণে। চতুর্থ টি-টোয়েন্টিতে তিনি খেলবেন কিনা তা জানা যায়নি। বোর্ডও সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি।
১৭ তারিখ চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ হবে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম টি-টোয়েন্টিতে ২টি উইকেট নেন সাত রানের বিনিময়ে। ২ ওভার হাত ঘোরান তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন ওভার হাত ঘুরিয়ে ২৭ রানের বিনিময়ে একটি উইকেট নেন।
২১৪ রান তাড়া করতে নেমে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় অক্ষর প্যাটেলকে। তিনি ২১ রান করেন। সেই অক্ষর প্যাটেলকে বাকি দুটি ম্যাচে পাওয়া যাবে না।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে সুস্থ হয়ে উঠুন অক্ষর প্যাটেল।
