আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচ। রবিবার দ্বিতীয় ম্যাচ কটকে। তার আগে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। বারাবাটি স্টেডিয়ামের আশেপাশে নিরাপত্তা‌ বাড়ানো হবে। দ্বিতীয় একদিনের ম্যাচের আগে কটক মিউনিসিপ্যাল কর্পোরেশন সৌন্দর্যায়ন, স্যানিটেশন এবং শিশির সমস্যায় বিশেষ নজর দেবে। ম্যাচের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সমস্ত কর্তাদের নিয়ে বৈঠক হয়। জেলা প্রশাসক থেকে শুরু করে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওড়িশা অলিম্পিক অ্যাসোসিয়েশন, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

কটক পুলিশের ডেপুটি কমিশনার জগমোহন মিনা বলেন, 'সমর্থকদের জন্য চারটে গেট খুলে দেওয়া হবে। সেখানে নিরাপত্তা এবং স্যানিটেশনের দিকটা দেখার জন্য পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের লোকেরা থাকবে।' ম্যাচের দিন অ্যাম্বুলেন্স এবং মেডিক্যাল দল দিয়ে সাহায্য করবে জেলার স্বাস্থ্য বিভাগ। ফুড সেফটি অফিসাররা স্বাস্থ্যবিধির দিকটা দেখবে। সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করা হচ্ছে। কটকের নেতাজি বাস টার্মিনাস, ত্রিশুলিয়া এবং রেল স্টেশন থেকে এই বাসগুলো ছাড়বে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ এ জিতে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারবে দুই দলই। সকলের নজর থাকবে রোহিত শর্মা, বিরাট কোহলির দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই তারকার রানে ফেরার অপেক্ষায় থাকবে ভক্তরা।