আজকাল ওয়েবডেস্ক: উপলক্ষ ছিল নিজেকে প্রস্তুত করা। অ্যাশেজের আগে শেষবারের মতো নিজেকে ম্যাচে ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ ছিল। কিন্তু প্রস্তুতি ম্যাচে নামতেই নেমে এল দুর্ভোগ। শেফিল্ড শিল্ডের ম্যাচে চোট পান অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্কোয়াডের দুই পেসার জশ হ্যাজলউড ও শন অ্যাবট।
স্কোয়াডে থাকলেও অ্যাশেজের প্রথম টেস্ট খেলার কোনও সম্ভাবনা নেই অ্যাবটের। তার চোট সেই কারণেই বড় ভয়ের কারণ নয় অজিদের। কিন্তু হ্যাজলউড তো অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বড় অস্ত্র। চোটের জন্য প্যাট কামিন্স না থাকায় হ্যাজলউডের উপরে নির্ভরতা বেড়ে গিয়েছে অনেকটাই। সেই কারণেই হ্যাজলউডের চোট অস্ট্রেলিয়া শিবিরে এনেছে কালো মেঘ।
সিডনিতে ভিক্টোরিয়ার বিরুদ্ধে নিউ সাউথ ওয়েলসের ম্যাচের তৃতীয় দিনে লাঞ্চের পর আর মাঠেই নামেননি হ্যাজলউড। দু'জনেরই চোটের কারণ জানা যায়নি। স্ক্যান করতে পাঠানো হয়েছে দুই তারকাকে।
নিউ সাউথ ওয়েলসের যে পেস আক্রমণ, সেটাই অস্ট্রেলিয়ার পেস আক্রমণ। এ কথা বলাই যায়। হ্যাজলউড ও অ্যাবট ছাড়া মিচেল স্টার্ক ও ন্যাথান লিয়ঁও খেলছেন এই ম্যাচ। প্রথম ইনিংসে হ্যাজলউড ১৮ ওভার হাত ঘোরান। আর অ্যাবট ১৯ ওভার বল করেন। দ্বিতীয় ইনিংসে দুই বোলারই ৯ ওভার বল করেন।
চোটের জন্য প্রথম টেস্টে নামতে পারবেন না প্যাট কামিন্স। তিনি না খেললেও নিউ সাউথ ওয়েলস দলের সঙ্গেই রয়েছেন কামিন্স। ২১ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ। অজি শিবিরে কিন্তু চোট নিয়ে আশঙ্কা রয়েছে।
