আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের সঙ্গে চলচ্চিত্রের যোগ নতুন নয়। এর আগে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে সোনালি পর্দায় দেখা গিয়েছে। এই তালিকায় আছেন সুনীল গাভাসকর, সলিল আঙ্কোলা, বিনোদ কাম্বলি, অজয় জাদেজা প্রমুখ। হিন্দির পাশাপাশি মারাঠি ছবি বা অন্য কোনও আঞ্চলিক ভাষার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট তারকাদের। এবার সেই তালিকায় আরও একটি নাম সংযোজন হতে চলেছে। তবে এই ঘটনা অভিনব। কারণ তিনি ভারতীয় নন। করছেন না হিন্দি ছবিও। তবে খেলার সুবাদে এই দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তিনি ডেভিড ওয়ার্নার। তেলেগু সিনেমায় অভিষেক হতে চলেছে অস্ট্রেলিয়ার তারকা। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর দেন ওয়ার্নার।

তেলেগু ছবি 'রবিনহুড' এ ক্যামিও রোলে দেখা যাবে অস্ট্রেলিয়ান তারকাকে। ছবির মুখ্য ভূমিকায় নিথিন এবং শ্রীলিলা। ছবির পোস্টার শেয়ার করেন ওয়ার্নার। ২৮ মার্চ ছবি মুক্তি পাবে। তেলেগু সিনেমার ভক্ত অজি তারকা।

তেলেগু গানের সঙ্গে রিলও পোস্ট করেন। আইপিএলে দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ওয়ার্নার। ২০১৬ খেতাব জয়ের পেছনে তাঁর অবদান উল্লেখযোগ্য। নিজের ছবির পোস্টার এক্স হ্যান্ডেলে দেন অস্ট্রেলিয়ান তারকা। ক্যাপশনে লেখেন, 'ভারতীয় সিনেমা, আমি আসছি। রবিনহুডের অঙ্গ হতে পেরে আমি উত্তেজিত। ছবির শুটিং চুটিয়ে উপভোগ করেছি। ২৮ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে।' ভারতীয় ক্রিকেট এবং ভারত সম্পর্কে ওয়ার্নারের ভালবাসা এবং আগ্রহের কথা সকলের জানা। এবার ভারতীয় চলচ্চিত্রের সঙ্গেও নিজেকে জড়িয়ে ফেললেন অজি তারকা।