আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু হেডেন অ্যাশেজের আগে বলেছিলেন, জো রুট যদি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি না পান তাহলে তিনি মেলবোর্নে নগ্ন হয়ে হাঁটবেন। 

জো রুট সেই বিড়ম্বনার হাত থেকে বাঁচালেন হেডেনকে। ব্রিসবেনে চলতি দিন-রাতের টেস্টে ইংরেজ তারকা সেঞ্চুরি হাঁকালেন। এই সেঞ্চুরি করায় হেড়েনকে আর নগ্ন হতে হচ্ছে না। 

হেডেন বলেছিলেন, ''ইংল্যান্ড দলে পুরোদস্তুর প্যাকেজ যদি কেউ থাকে তাহলে সে জো রুট। জো রুটকে যদি দলে না নেওয়া হয়, তাহলে আমি তা বিশ্বাসই করতে পারব না। এই গ্রীষ্মে যদি সেঞ্চুরি না পায় রুট তাহলে আমি নগ্ন হয়ে হাঁটব।'' 

ব্যাট ও বলের দুর্দান্ত এক লড়াই চলছে ব্রিসবেনে। 
অ্যাশেজের প্রথম টেস্ট শেষ হয়ে গিয়েছিল মাত্র দু'দিনে। ব্রিসবেনের দ্বিতীয় টেস্টে কিন্তু বারুদ রয়েছে। স্টার্কের গোলায় একসময়ে মনে হয়েছিল লজ্জায় পড়বে ইংল্যান্ড। কিন্তু  জো রুট ভেবেছিলেন অন্যকিছু। আর শেষের দিকে আর্চার হতাশা বাড়িয়েছেন অস্ট্রেলিয়ানদের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ও কেরিয়ারের ৪০-তম সেঞ্চুরিটি এদিন করলেন রুট। 

স্টার্কের রেকর্ড গড়ার দিনে সেঞ্চুরি হাঁকালেন জো রুট। দিনান্তে তিনি ১৩৫ রানে অপরাজিত রইলেন। রুটের সঙ্গী হিসেবে ক্রিজে রয়েছেন আর্চার। রুটের সঙ্গে ৬১ রানের জুটি গড়েছেন তিনি। নিজে অপরাজিত রয়েছেন ২৬ বলে ৩২ রানে। ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ৩২৫।