আজকাল ওয়েবডেস্ক: ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানির ঘটনার পর অস্ট্রেলিয়া দল বর্তমানে নভি মুম্বইতে রয়েছে। তবে মধ্যপ্রদেশের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নভি মুম্বইয়ে অনেকটাই বাড়ানো হয়েছে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা।
দলের অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার ও তাঁর সঙ্গী মনিকা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁদের হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে পুলিশ এসকর্ট দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।
বিশ্বকাপের মতো মঞ্চে যার সঙ্গে দেশের নাম জড়িয়ে রয়েছে সেরকম স্তরে এই ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছিল প্রশাসনের ভূমিকা এবং নিরাপত্তা নিয়ে। সেখান থেকে শিক্ষা নিয়ে এবার নভি, মুম্বইতে ধরা পড়ল এই চিত্র। ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার সকালে, মধ্যপ্রদেশের খজরানা রোড এলাকায়।
সূত্র অনুযায়ী, দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি অনুসরণ করে এবং তাঁদের মধ্যে একজনকে শ্লীলতাহানি করে। স্টকিং এবং মলেস্টেশনের অভিযোগে দ্রুতই অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই নভি মুম্বইয়ে অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
একটি উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘অক্টোবরের ১৮ তারিখ থেকে যখন থেকে অনুশীলন শুরু হয়েছে, তখন থেকেই প্রতিটি হোটেলে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এছাড়া দল যখনই স্টেডিয়াম ও হোটেলের মধ্যে যাতায়াত করে, পুলিশ এসকর্ট দেওয়া হয়।
মাঠে প্রায় ৬০০ জন নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন, যার মধ্যে ৭৫ জন অফিসার পদের।’ তিনি আরও বলেন, ‘যদি কোনও খেলোয়াড় বাইরে যেতে চান, তাহলে আগে আমাদের জানাতে হয়। আমরা তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মী পাঠিয়ে দিই। এর আগে কিছু খেলোয়াড় অনুমতি না নিয়েই বাইরে গিয়েছিলেন, যা ঝুঁকিপূর্ণ। তাই এখন প্রত্যেকবারই তাঁদের এসকর্টের ব্যবস্থা করা হচ্ছে।’ বর্তমানে অস্ট্রেলিয়া দল নভি মুম্বইয়ে রয়েছে বিশ্বকাপে সেমিফাইনালের জন্য। আগামী ৩০ অক্টোবর, বৃহস্পতিবার মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে অ্যালিসা হিলির দল।
