আজকাল ওয়েবডেস্ক: চোট বরাবর জস হ্যাজলেউডকে ভোগায়। এবারও অ্যাশেজ সিরিজে খেলতে পারলেন না এই অজি পেসার। তবে তিনি কিন্তু অবসরের কথা ভাবছেনই না। বরং তিন ফরম্যাটেই এখনও খেলা চালিয়ে যেতে চান তিনি।
শেফিল্ড শিল্ডে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন হ্যাজলেউড। এখনও সুস্থ হতে পারেননি। তাঁর অবসর নিয়ে জল্পনাও চলছে। কিন্তু তিনি দেশের হয়ে এখনও লাল ও সাদা বলের ক্রিকেট খেলে যেতে চান। অজি পেসার বলেছেন, ‘আমার শরীর ধকল নেওয়ার মতো জায়গায় রয়েছে। কিছু সমস্যা আছে। কিন্তু এখনও তিন ঘরানার ক্রিকেটেই দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চাই আমি।’ এরপরই তিনি যোগ করেছেন, ‘অবশ্যই সাম্প্রতীক অতীতে বেশ কিছু ম্যাচ মিস করেছি। কিন্তু খেলাটা এখনও উপভোগ করি।’
হ্যাজলেউডের এখন লক্ষ্য টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। পেসার বলেছেন, ‘হয়ত আর দু’একটি পরীক্ষা বাকি আছে। আশা করছি বিশ্বকাপে খেলতে পারব। শেষের দুই অ্যাশেজ টেস্টেও হয়ত খেলতে পারতাম। কিন্তু বিশ্বকাপের কথা ভেবেই ঝুঁকি নিলাম না।’
এদিকে, অ্যাডিলেড টেস্টের জন্য ১০০ শতাংশ সুস্থ উসমান খোয়াজা। বর্ষীয়ান অজি ব্যাটার নিজেই এই কথা জানাচ্ছেন। অ্যাশেজে ইতিমধ্যেই ২–০ এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে জিতলেই ফের অ্যাশেজ পকেটে। দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি খোয়াজা। এবার নিজেই আশাবাদী যে অ্যাডিলেডে খেলতে পারবেন। খোয়াজা বলছেন, ‘এখনও খেলাটা উপভোগ করছি। দেশের জন্য সেরাটা এখনও দিতে পারি। দলও আমার উপর ভরসা রাখে। একাধিকবার কঠিন পরিস্থিতিতে ব্যাট করেছি।’
পারথ টেস্টেই চোট পেয়েছিলেন খোয়াজা। আর তাই খেলতে পারেননি দিন রাতের টেস্টে। এখন দেখার অ্যাডিলেড টেস্টে খেলতে পারেন কিনা ৩৯ বছরের অজি ব্যাটার।
এদিকে, অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টকে সামনে রেখে অস্ট্রেলিয়ার পরিকল্পনা নিয়ে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ট্র্যাভিস হেড। একদিকে যখন চোট সারিয়ে ওপেনার হিসেবে একাদশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছেন উসমান খোয়াজা সেই সময়ে হেডের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পারথে পিঠের চোট পাওয়ার পর খোয়াজার জায়গায় ওপেন করতে এগিয়ে আসেন হেড। ব্রিসবেন টেস্টেও ওপেনারের ভূমিকা পালন করেন তিনি। সেখানে তাঁর সঙ্গী ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার জেক ওয়েদারেল্ড। অ্যাডিলেড আবার হেডের হোম গ্রাউন্ড। আর তাই অ্যাডিলেডে ওপেন করা নিয়ে তিনি মজা করে বলেন, একা একা ক্রিজ পর্যন্ত হেঁটে যাওয়া ওপেনিংয়ের ক্ষেত্রে হয় না। সেটা মিস করতে হয়।
