আজকাল ওয়েবডেস্ক: চোটের জন্য ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়কত্ব করেছিলেন মিচেল মার্শ। টি–টোয়েন্টি সিরিজেও তিনি নেই। অ্যাশেজের জন্যই ঝুঁকি নিতে চাননি। সেই কামিন্স জানাচ্ছেন, প্রথম টেস্ট না হলেও অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই পারথে প্রথম টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তার ঠিক একদিন পরেই কামিন্সের এই বক্তব্য প্রকাশ্যে এল।
কামিন্স না থাকায় প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্বে থাকবেন স্টিভ স্মিথ। প্রায় তিন মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলার সময় কোমরে চোট পেয়েছিলেন কামিন্স। তারপর থেকেই রয়েছেন মাঠের বাইরে। এখন অবশ্য অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কামিন্স জানিয়েছেন, ‘এখন আগের থেকে অনেক ভাল অনুভব করছি। প্রত্যাশার থেকেও ভাল রয়েছি।’ এরপরই কামিন্সের সংযোজন, ‘রান আপে বল করা শুরু করেছি। আশা করছি পারথ টেস্ট চলাকালীনই পুরোপুরি সুস্থ হয়ে যাব।’ কামিন্স আরও যোগ করেছেন, ‘তবে মাঠে না নামা অবধি পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। আর আমিও তাই দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে রয়েছি।’
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দিন–রাতের টেস্টটি হবে ব্রিসবেনে।
এদিকে, পারথ টেস্টের দলে না থাকলেও টিমের সঙ্গে সেখানে উড়ে যাবেন কামিন্স। ২১ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। কামিন্সের বদলে ওই টেস্টের দলে রাখা হয়েছে স্কট বোলান্ডকে। বাকি দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড।
এর আগে ইংল্যান্ডের মাটিতে ২০২৩ সালের অ্যাশেজ ২–২ হয়েছিল। এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলা। যেখানে ২০১০–১১ মরসুমের পর আর অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। তাই বেন স্টোকস বাহিনীর জন্য থাকছে কঠিন চ্যালেঞ্জ।
