নতুনের মতো চকচকে হবে বাথরুম! শুধু লাগবে লেবু-ভিনিগার, রইল জেদি দাগ দূর করার সহজ টিপস
নিজস্ব সংবাদদাতা
২৪ জানুয়ারি ২০২৬ ১৩ : ১১
শেয়ার করুন
1
6
আপনার ঘর যতই চকচকে পরিষ্কার থাকুক, বাথরুম এবং টয়লেটের অবস্থা অনেক সময় বেকায়দায় ফেলে দেয়। বাথরুম বা ওয়াশরুম পরিষ্কারের জন্য অনেকেই বাজারের দামি টয়লেট ক্লিনার ব্যবহার করেন। কিন্তু এগুলোও যদি জেদি দাগ না তুলতে পারে, তাহলে কয়েকটি সাধারণ জিনিস মিশিয়ে একটি শক্তিশালী হোমমেড ক্লিনার তৈরি করতে পারেন।
2
6
ক্লিনার তৈরি করতে লাগবে অর্ধেক লেবুর রস। এটি দাগ ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তার সঙ্গে মেশাতে হবে কিছুটা ভিনিগার যা জলের দাগ দূর করে। সঙ্গে কয়েক ফোঁটা শ্যাম্পু। যা তেল জাতীয় দাগ মুছতে সাহায্য করে। এই মিশ্রণেই দিয়ে দিতে হবে অল্প পরিমাণ টয়লেট ক্লিনার।
3
6
একটি প্লাস্টিকের বাটি নিন। এতে লেবুর রস ঢালুন। টয়লেট ক্লিনার অল্প পরিমাণ দিন। কয়েক ফোঁটা শ্যাম্পু এবং এক ঢাকনা ভিনিগার মেশান। তারপর সব উপাদান ভালভাবে নাড়ুন। যেহেতু এটি স্ট্রং ক্লিনার, তাই হাত ঢেকে রাখার জন্য রাবার গ্লাভস ব্যবহার করুন।
4
6
এবার একটি স্ক্রাবার বা স্পঞ্জ নিন। এই মিশ্রণ ওয়াশবেসিন, টয়লেট বা টাইলসে লাগান। হালকা ভাবে ঘষুন। কয়েক মিনিটের মধ্যেই দাগ দূর হয়ে যাবে। দাগ যদি অনেক পুরনো হয়, মিশ্রণটি দিয়ে দু’মিনিট অপেক্ষা করুন। শেষে জল দিয়ে ভালভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
5
6
এই মিশ্রণ যতটুকু প্রয়োজন ততটুকুই তৈরি করুন, স্টোর করবেন না। ব্যবহার করার সময় বাচ্চা ও পোষ্য প্রাণীর নাগালে রাখবেন না। পরিষ্কার করার সময় বাথরুমের দরজা ও জানালা খুলে রাখুন।
6
6
কিছু সাধারণ উপকরণ এবং সহজ কৌশল ব্যবহার করে খরচ কম রাখলেও আপনার বাথরুমকে নতুনের মতো ঝকঝকে, দাগমুক্ত এবং গন্ধমুক্ত করে তোলা সম্ভব। খাটনি আর খরচ দুই-ই কম।