'নাম তো সুনাহি হোগা....', শাহরুখের হাত ধরে একাধিক নাম আইকনিক হয়ে উঠেছে, আর অধিকাংশই তার মধ্যে 'আর' দিয়ে শুরু। কখনও রাজ, কখনও রাহুল...। এছাড়াও ভারতীয় প্রচুর নাম ইংরেজির 'আর' অক্ষর দিয়ে শুরু হয়। জেনে নিন যাঁদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয় তাঁরা কেমন মানুষ হন, কেমন ব্যক্তিত্ব হয় এঁদের। ছবি- সংগৃহীত
2
7
সংখ্যাতত্ত্ব অনুযায়ী আর অক্ষরটির সংখ্যা হল ২। এই সংখ্যাটি চন্দ্র দ্বারা পরিচালিত হয়। চন্দ্র মানেই মন, মাথা এবং অনুভূতির গ্রহ। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আর অক্ষর চিত্রা নক্ষত্রের মধ্যে পড়ে। এই নক্ষত্রের অধিপতি হলেন মঙ্গল, অর্থাৎ যে কিনা ক্ষমতা, সাহস, শক্তির দেবতা। সংখ্যা ২ এর রাশি হল তুলা, অর্থাৎ যা সব ব্যালেন্স করে। এই রাশি পরিচালিত হয় শুক্র গ্রহ দ্বারা যে প্রেম এবং লাক্সারির অধিপতি। ফলে তিনটি দিক বিচার করলে দেখা যাচ্ছে আর অক্ষরটি অনুভূতি, ভাবনা, শক্তি, সাহস এবং ছাহিদাভিত্তিক প্যাশন দ্বারা চালিত হয়। ছবি- সংগৃহীত
3
7
'আর' সংখ্যাটি যেহেতু চিত্রা নক্ষত্রের মধ্যে পড়ে তাই যাঁদের নাম 'আর' দিয়ে শুরু হয় তাঁদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়। দেখতে সুন্দর হন। এঁরা অত্যন্ত বিশ্বাস এবং ভোরযোগ্য হন। এঁদের কাছে কিছু বললে তাঁরা সেটা গোপন রাখেন। ছবি- সংগৃহীত
4
7
চিত্রা নক্ষত্র যমরাজের সহকারী চিত্রগুপ্তর সঙ্গে যুক্ত। ফলে 'আর' নামের ব্যক্তিদের মধ্যে ক্ষমতা থাকে মানব জীবনের নানা গোপন কথা, তথ্য জানার। এঁরা মন পড়ে নেন। ছবি- সংগৃহীত
5
7
'আর' নামের ব্যক্তিরা সকলের থেকেই শ্রদ্ধা পান। সমাজে এঁদের খ্যাতি, প্রতিপত্তি বজায় থাকে। সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত করে। মানব কল্যাণের সঙ্গে যুক্ত থাকেন বলে সম্মান করেন সকলে এঁদের। ছবি- সংগৃহীত
6
7
এঁরা দারুণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। নতুন পথ তৈরি করেন এবং দিশা দেখান। কখনও কখনও এমন হয় যে, সেই পথে হাঁটা সহজ হয় না। 'আর' নামের মানুষরা ভীষণ হাসিখুশি হন। ছবি- সংগৃহীত
7
7
'আর' নামের মানুষরা দারুণ রোম্যান্টিক হন। ফলে এঁদের প্রেম জীবন বেশ মধুর হয়। 'আর' আদ্যক্ষর হয় যাঁদের তাঁদের সঙ্গীরা এঁদের সঙ্গে থাকতে কোনও রকম অসুবিধার মধ্যে পড়েন না। সঙ্গীকে ভাল রাখার টোটকা জানেন। ছবি- সংগৃহীত