আজকাল ওয়েবডেস্ক: সামনেই ভারতের বিরুদ্ধে সিরিজ। তার আগে বড়সড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। সিরিজের আগে ছিটকে গেলেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক অ্যালিসা হিলি। ৫ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া মহিলা দলের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবেন হরমনপ্রীতরা। তার আগে অ্যালিসা হিলির চোট চিন্তা বাড়াল অজি শিবিরে। জানা গিয়েছে, হিলির বাঁ হাঁটুতে চোট রয়েছে। চোটের কারণে উইমেনস বিগ ব্যাশ লিগ থেকেও বাদ পড়েছেন তিন।
বাড়তি চিন্তার বিষয়, দেশের মাটিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কিনা। ৩৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার গোটা ডব্লিউবিবিএল মরসুম জুড়ে চোটের সমস্যায় ভুগেছেন। সিডনি সিক্সার্সের হয়ে সাতটি ম্যাচের মধ্যে মাত্র চারটি খেলেছেন। সর্বশেষ ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচেও তিনি উইকেটকিপিং করেননি। সিডনি সিক্সার্স এক বিবৃতি জারি করে জানিয়েছে, অ্যালিসা হিলি হাঁটুর চোটের কারণে বাকি মরসুমে খেলতে পারবেন না।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘরোয়া সিরিজটি ৫ ডিসেম্বর শুরু হবে। তার কয়েকদিন আগেই অনুষ্ঠিত হবে ডব্লিউবিবিএল ফাইনাল। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হিলির চোটটি খুব গুরুতর নয়। ১৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২০২৫ সালের জানুয়ারি মাসে মহিলাদের অ্যাশেজের জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল এক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। হিলির চোট থেকে সুস্থ হওয়ার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তিনি সিরিজ থেকে ছিটকে গেলে সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
