আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজে মাত্র দু'দিনে চতুর্থ টেস্ট শেষ হয়ে যাওয়ায় চারিদিক থেকে সমালোচনার ঝড় উঠছে। পিচ নিয়ে উঠছে প্রশ্ন। তারই মধ্যে আধুনিক ব্যাটারদের মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন জেসন গিলেসপি। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মনে করেন, টেকনিকে উন্নতির দিকে নজর নেই এই প্রজন্মের ক্রিকেটারদের। বিশেষ করে কঠিন কন্ডিশনে। দুই দলের ব্যাটিং প্রদর্শনীতে অসন্তুষ্ট গিলেসপি। জানান, পিচ চ্যালেঞ্জিং ছিল তবে একেবারে না খেলার মতো নয়। গিলেসপি বলেন, 'আমার মতে, দুই দলের ব্যাটিং আরও ভাল হতে পারত। কিন্তু ব্যাটাররা সেটা করতে পারেনি। সত্যি বলতে, আমি যা দেখলাম, সেটা বিশ্বাস করতে পারছি না। উইকেটে মুভমেন্ট ছিল। তবে আমি বলব না পিচে জুজু ছিল।'
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা মনে করেন, এখনকার ক্রিকেটারদের ধৈর্যের অভাব আছে। মাটি আঁকড়ে পড়ে থাকার মানসিকতা নেই। অতি সহজেই আউট হয়ে ফিরে যায়। গিলেসপি বলেন, 'আমার মনে হয় আধুনিক ব্যাটারদের মানসিকতায় সমস্যা আছে। কোনও মুভমেন্ট হলেই ওরা মনে করে সেই বলে ওদের নাম লেখা আছে। তাই আউট হয়ে যায়। এই আচরণ ঠিক কিনা আমি জানি না।' বর্তমান ট্রেনিং প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি মনে করছেন, ব্যাটাররা কঠিন ট্রেনিং সেশন এড়িয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি জানান, লড়াইয়ের মাধ্যমেই সাফল্য আসে। সমস্যা এড়িয়ে না গিয়ে উন্নতি করার চেষ্টা করা উচিত।
গিলেসপি বলেন, 'প্র্যাকটিসে কি বোলারদের সহায়ক পিচে ব্যাট করছে ব্যাটাররা? নাকি শুধুই নির্বিষ থ্রো ডাউন সেশনে অংশ নেয়? সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। এইভাবেই শিখবে। স্ট্র্যাটেজি আরও উন্নত করতে হবে। সম্প্রতি আমরা এমন কিছুই দেখিনি।' চলতি সিরিজে চাপের মুখে একাধিকবার ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। একই পরিস্থিতি ভারতে। বিশেষ করে ঘরের মাঠে। যেখানে বল বেশি সুইং করে। এইধরনের পিচে ধৈর্য এবং টেকনিক থাকা জরুরি। একাধিক ক্ষেত্রে ভারতীয় ব্যাটাররা নিজেদের উইকেট ছুড়ে দেয়। বর্তমানে টি-২০ ক্রিকেটের যুগ চলছে। আগ্রাসী স্ট্রোক প্লে এবং দ্রুত রান তোলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই উইকেটে টিকে থাকার ধৈর্য হারাচ্ছে উঠতি ব্যাটাররা। কিন্তু গিলেসপি মনে করিয়ে দেন, টেস্ট ক্রিকেটে এখনও শৃঙ্খলা, দাঁতে দাঁত চেপে লড়াই করা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
