আজকাল ওয়েবডেস্ক: অজিদের কাছে হেরেই চলেছে ইংল্যান্ড। পারথে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দু' দিনে হার মানে ব্রিটিশরা।
ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে জো রুটের ১৩৮ রানের অনবদ্য ইনিংসের পরও ৩৩৪ রানে শেষ হয় ইংল্যান্ড। ৭৬ রান করেন ওপেনার জ্যাক ক্রলি। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক একাই ৬ উইকেট নেন।
অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৫১১ রান করে। কেউ অবশ্য সেঞ্চুরি করেননি। অজিদের হয়ে মিচেল স্টার্ক ৭৭, ওয়েদারাল্ড ৭২, লাবুশেন ৬৫, ক্যারি ৬৩, স্মিথ ৬১ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ব্রাইডন কার্স। ৩ উইকেট নেন বেন স্টোকস।
১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নেসারের গতির শিকার হয়ে ২৪১ রানেই অল আউট হয় তারা। বেন স্টোকস সর্বোচ্চ ৫০ রান করেন।
৪৪ রান করেন জ্যাক ক্রলি। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নেন নেসার।
৬৫ রান তাড়া করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
পারথের পরে ব্রিসবেনেও ম্যাচের সেরা মিচেল স্টার্ক।
