সংক্ষিপ্ত স্কোর-ভারত: ২৬৪/৯
অস্ট্রেলিয়া: ২৬৫/৮
২২ বল বাকি থাকতে অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী। 

আজকাল ওয়েবডেস্ক: 'বুড়ো ঘোড়া'রা ফিরতেই সিরিজ হার ভারতের। এ ছাড়া আর কীইবা বলা যেতে পারে! ইংল্যান্ডের মাটিতে তরুণ তুর্কিদের নিয়ে গিয়ে রুদ্ধশ্বাস টেস্ট সিরিজ ড্র করে দেশে ফিরেছিল গৌতম গম্ভীরের দল। রানির দেশে দুর্দান্ত টেস্ট সিরিজ ড্র করা ছিল গিলের 'শুভ' শুরু।  

এশিয়া কাপেও অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে সূর্যোদয় দেখা গিয়েছিল। এশিয়াসেরা হয়েছিল ভারতীয় দল। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল সূর্যকুমার যাদবের দল। আর স্যর ডনের দেশে দুই  'বুড়ো ঘোড়া' রোহিত শর্মা ও বিরাট কোহলি দলে ফিরলেন। কিন্তু অজিদের কাছে সিরিজ হারতে হল গিলের ভারতকে। এই সিরিজেই যে গিলের হাতে তুলে দেওয়া হয়েছে ভারতের ওয়ানডে দলের রিমোট কন্ট্রোল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফলাফল একন ২-০। শেষ ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। 

পারথে ভরাডুবি ঘটেছিল ভারতের। বৃহস্পতিবার অ্যাডিলেডেও হার মানল ভারত। তার ফলে তিন ম্যাচের সিরিজ পকেটস্থ করল অস্ট্রেলিয়া। রোহিত শর্মা এদিন ব্যাট হাতে উজ্জ্বল। কিন্তু কোহলি ব্যর্থ। দুই তারকা একসঙ্গে জ্বলে উঠতে পারলেন না একটি ম্যাচেও। 

আরও পড়ুন; বিরাটের ব্যর্থতার দিনে উজ্জ্বল রোহিত, ভারত তুলল ২৬৪ 

কোহলি রান না পাওয়ায় নিজেকে বিপন্নই করলেন। অন্যদিকে রোহিত এদিন রান পাওয়ায় তাঁর বুকের উপরে চেপে থাকা পাষাণ কিছুটা হলেও সরালেন। এর পরেও নিশ্চয়তা নেই মুম্বইকর ওয়ানডে দলে নিয়মিত ভাবে খেলে যাবেন। ঠিক যেমনটা কোহলির  ক্ষেত্রেও বলা যাচ্ছে না। এদিন তিনি খাতা না খুলে ফেরায়  অনেকেই প্রশ্ন করতে শুরু করে দেন কোহলির কেরিয়ার কি শেষের পথে? 

টস জিতে এদিন অস্ট্রেলিয়া প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। চলেনি শুভমান গিল ম্যাজিক। কোহলি শূন্য রানে ফেরায় ভারত চাপে পড়ে যায়। সেই জায়গা থেকে ভারতকে টেনে তোলেন রোহিত ও শ্রেয়স। তৃতীয় উইকেটে  ১১৮ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা। স্টার্ককে মাঠের বাইরে ফেলতে গিয়ে রোহিত আউট হন ৭৩ রানে। শ্রেয়সকে(৬১) বোল্ড করেন জাম্পা। মিডল অর্ডারে অক্ষর প্যাটেল (৪৪) লড়লেন একা। শেষের দিকে হর্ষিত রানা ১৮ বলে চটজলদি ২৪ রান করেন। ভারত ৫০ ওভারে করে ৯ উইকেটে ২৬৪। 

কিন্তু এই রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে থামানো সম্ভব  নয়। তার উপরে মহম্মদ সিরাজ সহজ ক্যাচ ছাড়লেন। মিচেল মার্শ (১১) ও ট্র্যাভিস হেড (২৮) বিপজ্জনক হতে পারেননি। ৫৪ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাথু শর্ট (৭৮ বলে ৭৪) ভারতীয় বোলারদের উপরে চেপে বসেন। চাপটা ধীরে ধীরে কাটিয়ে তোলেন শর্টই। তাঁকে যোগ্য সঙ্গত করেন রেনশ (৩০)। অ্যালেক্স ক্যারি দ্রুত ফিরলেও (৯) কনোলি ও মিচেল ওয়েন (৩৬) অস্ট্রেলিয়াকে নিয়ে যান জয়ের দোরগোড়ায়।  কুপার কনোলি (৬১) শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে। শেষের দিকে বার্টলেট ও স্টার্ক ফিরে গেলেও ম্যাচ ততক্ষণে অজি ড্রেসিংরুমে ঢুকে গিয়েছে। ২ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে সিরিজও।   

আরও পড়ুন: 'আমাকে পরে কিন্তু দোষ দিতে পারবে না...', ব্যাট করার মাঝেই 'তর্কাতর্কি' রোহিত-শ্রেয়সের, সেই ভিডিও ভাইরাল