আজকাল ওয়েবডেস্ক: ১৮৭৭ সালের ১২ মার্চ টেস্ট ক্রিকেটের বল প্রথম গড়িয়েছিল। ২০২৭ সালে দেড়শো বছর পূর্তি হচ্ছে টেস্ট ক্রিকেটের।
পাঁচ দিনের ফরম্যাটের দেড়শো বছর পূর্তিতে মেলবোর্নে বিশেষ একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। অনেক আগেই এই বিশেষ টেস্টের আয়োজনের কথা জানানো হয়েছিল।
এবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হবে দিন-রাতের। খেলা হবে গোলাপি বলে।
২০২৭-এর ১১ মার্চ শুরু হবে এই ম্যাচটি। গত নভেম্বরেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল এই টেস্টের কথা। টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্যই এই টেস্ট ম্যাচ।
১৮৭৭ সালের ১২ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট দিয়েই শুরু হয়েছিল টেস্ট ফরম্যাট।
গোড়ায় সেটি কিন্তু টেস্টের স্ট্যাটাস পায়নি। সফরকারী ইংল্যান্ড দলের সঙ্গে অস্ট্রেলিয়ানদের লড়াই হিসেবেই দেখা হয়েছিল তা। পরবর্তীতে এই ম্যাচ থেকেই টেস্ট ক্রিকেটের শুরু বলে ধরা হয়।
১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটের শতবর্ষ উদযাপন করার জন্য মেলবোর্নে বিশেষ টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল।
সেই প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। শুনতে অবাক লাগলেও শতবর্ষ পূর্তি টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়া জিতেছিল সেই ৪৫ রানেই।
এবার টেস্টের ১৫০ বছর পূর্তিতে বল গড়াবে। টেস্ট ম্যাচটি অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে বিবেচিত হবে না।
দিন-রাতের ম্যাচ, গোলাপি বলে হলে মাঠে দর্শকের সংখ্যা বেশি থাকেই বলেই দেখা গিয়েছে। আর এই টেস্ট ম্যাচ সব অর্থেই অন্যরকমের। সেই কারণেই মাঠ যাতে ভরে, সেই চেষ্টা করা হচ্ছে।
