আজকাল ওয়েবডেস্ক: ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে এশিয়া কাপে তৈরি হওয়া বিতর্কে ফের নতুন মোড়। বৃহস্পতিবার পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে শুনানিতে হাজির হলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। হ্যান্ডশেক বিতর্কে তাঁর বক্তব্য শুনেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। শুক্রবারই এই বিষয়ে রায় ঘোষণা করতে পারেন রেফারি। শুক্রবার আবার ভারতের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে। তার আগেই রায় জানা যেতে পারে। তবে শ্রীলঙ্কা ম্যাচের কোনও মূল্য নেই। কারণ, ভারত ইতিমধ্যেই ফাইনালে উঠেছে, তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আঘা সলমনের দল বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নেয়। অন্যদিকে, ভারতের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের দুই ক্রিকেটার পেসার হ্যারিস রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের কথাও শুনবেন ম্যাচ রেফারি।
দুবাইয়ে গত রবিবার ভারত–পাকিস্তান সুপার ফোর ম্যাচ চলাকালীন তাঁদের অঙ্গভঙ্গিকে প্ররোচনামূলক বলে মনে করেছে বিসিসিআই। বুধবার আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ দায়ের করে বোর্ড। প্রত্যুত্তরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূর্যকুমার যাদবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানায়। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার শহিদদের প্রতি সংহতি জানানো এবং টিম ইন্ডিয়ার জয়কে সেনাদের উৎসর্গ করার বিষয়টিকে রাজনৈতিক মন্তব্য বলে দাবি করে তারা। ম্যাচ শেষে পাক খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন সূর্যকুমার। তাঁর বক্তব্য, ‘কিছু বিষয় খেলোয়াড়সুলভ আচরণের থেকেও বড়।’ উল্লেখ্য,গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। পহেলগাঁও হামলার পর এটিই ছিল দুই দেশের প্রথম মুখোমুখি লড়াই।
সেই ম্যাচ থেকেই এশিয়া কাপে ভারত–পাকিস্তান বিতর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেছে টিম ইন্ডিয়া। সেখানে বাংলাদেশ ব্যাট সইফের ক্যাচ তিনবার ফেলেছেন ফিল্ডাররা। অন্যদিক থেকে পরপর উইকেট পড়তে থাকায় সেই ক্যাচ মিসের খেসারত দিতে হয়নি। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সূর্যরা অপরাজিত।ভারতকে বুধবার ১৬৮ রানে আটকে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু শ্রীলঙ্কাকে হারানো আর ভারতের বিরুদ্ধে জয় পাওয়া এক ব্যাপার নয়। একাধিক ক্যাচ ফেললেন ভারতের ফিল্ডাররা। এই ক্যাচ ফেলা ভারতের হেডস্যর গৌতম গম্ভীরকে চিন্তায় ফেলতে পারে। ফাইনালের আগে ফিল্ডিং নিয়ে পড়তে হবে গম্ভীরকে। এখনও পর্যন্ত ভারত প্রাধান্য নিয়েই ক্রিকেট খেলেছে এশিয়া কাপে। চ্যাম্পিয়নের ট্রফি হাতে উঠতে আর এক কদম দূরে ভারতীয় দল।
ভারত-বাংলাদেশ ম্যাচের বল গড়ানোর আগে থেকেই তর্জন-গর্জন করছিলেন ফিল সিমন্স, মেহেদি হসানরা। সিমন্স বলেছিলেন, ‘সবারই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। বাংলাদেশেরও রয়েছে।’ মেহেদি হাসান বলেছিলেন, ‘আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচ।’ বুধবার ভারতের ১৬৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে গেল ১২৭ রানে। রান তাড়া করাটা একদমই ভাল হয়নি বাংলাদেশের। হার্দিক পাণ্ডিয়ার প্রথম ওভারে ওঠে চার রান। বুমরাহ বল করতে এসেই আঘাত হানেন। তানজিদকে ফেরান চ্যাম্পিয়ন বোলার। কুলদীপ যাদবকে সুইপ মারতে গিয়ে ইমন ফেরেন অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে। ১৯ বলে ২১ রান করেন। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারায় ৪৬ রানে। ৬৫ রানে তৃতীয় উইকেট যায় বাংলাদেশের। এদিকে রান রেট বাড়তে শুরু করে। বড় শট খেলতে গিয়ে তৌহিদ হৃদয় আউট হন ৭ রানে।
খাতা না খুলে বোল্ড হন শামীম। জাকের আলি রান আউট হন মাত্র ৪ রানে। সইফ হাসান বাংলাদেশকে লড়াইয়ে রেখে দেন। যখনই রানের দরকার তখনই ছক্কা হাঁকান তিনি। ১৫ ওভারের প্রথম বলে সইফের ক্যাচ ফেলেন শিবম দুবে। পরের বলেই সইফুদ্দিন ধরা পড়েন তিলক ভার্মার হাতে। নিজেদের অবস্থা আরও কঠিন করে ফেলে বাংলাদেশ। ভাগ্য ভাল সইফের। বরুণের ওভারেই ক্যাচ তুলে বেঁচে যান তিনি। এই যাত্রায় ক্যাচ ফেলেন ভারতের উইকেট কিপার সঞ্জু স্যামসন। রিশাদ হোসেন ও তানজিম দ্রুত ফেরেন। বাংলাদেশ নিজেদের বিপন্ন করে। অন্য প্রান্তে সইফের মতো জমে যাওয়া ব্যাটার রয়েছেন অথচ রিশাদ ও তানজিম নায়ক বনতে চেয়েছিলেন। পরপর দু'বলে দুই উইকেট নেন কুলদীপ। ম্যাচ জেতা ছিল কেবল সময়ের অপেক্ষা। সইফ একা লড়লেন। ৬৯ রানে তাঁকে ফেরান বুমরা। বাকিরা কেউই কিছু করতে পারেননি।
