আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচে ক্রিকেটীয় আচরণবিধি ভঙ্গ করা নিয়ে এবার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর দাবি তুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার দুপুরে পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি এক্স হ্যান্ডেলে এই অভিযোগের কথা জানান। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে টসের সময় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষ অধিনায়ক সালমান আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তান দলের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। এই আচরণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান অধিনায়ক ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানও বর্জন করেন। এর পরেই সোমবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতীয় খেলোয়াড় ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক্সে লিখেছেন, ‘পিসিবি আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে যে ম্যাচ রেফারি ইউসিসি কোড অফ কন্ডাক্ট এবং এমসিসি ল’স-এর ‘স্পিরিট অফ ক্রিকেট’ সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন।
পিসিবি এশিয়া কাপ থেকে অবিলম্বে ওই ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানাচ্ছে।’ অভিযোগ উঠেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দেন যাতে তিনি ভারতের অধিনায়কের সঙ্গে হাত না মেলান। পাকিস্তান দলের ম্যানেজমেন্ট এই আচরণকে ‘খেলাধূলার চেতনার পরিপন্থী’ বলে দাবি করে সরকারি ভাবে প্রতিবাদ জানিয়েছে। পিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সলমন আলি আঘা ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন, কারণ ওই অনুষ্ঠানের সঞ্চালকও একজন ভারতীয় ছিলেন।’ উল্লেখযোগ্য, আইসিসির আচরণবিধি অনুযায়ী, ম্যাচ শেষে সাধারণত প্রতিদ্বন্দ্বী দলকে অভিনন্দন জানিয়ে থাকেন খেলোয়াড়রা। ম্যাচের আগেই অবশ্য ঠিক ছিল, খেলা চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। সেটাই হয়েছে। ম্যাচের শেষে পাকিস্তান শিবির থেকে একগুচ্ছ অভিযোগ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে।
পাক শিবির থেকে অভিযোগ করা হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টই পাক অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দিয়েছিলেন, সূর্যকুমার যাদবের সঙ্গে যেন হ্যান্ডশেক করা না হয়। আবার সূর্যকেও নির্দেশ দেওয়া হয়, তিনি যেন সলমন আলি আঘার সঙ্গে করমর্দন না করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে চসের সময়ে বলেছিলেন ভারত অধিনায়কের সঙ্গে তিনি যেন হ্যান্ডশেক না করেন। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট প্রতিবাদ জানায়। এহেন ব্যবহার খেলার স্পিরিটের পরিপন্থী।’ খেলার শেষে সলমন আলি আঘা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন বয়কট করেন। ভারতীয় দলের ব্যবহারে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের উদ্যোক্তা ছিল ভারত। এদিকে ভারতের পাকিস্তান জয়ের পরে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।’ রবিবার ছিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্মদিন। তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।’ ছয় মেরে ভারতকে জয়ে পৌঁছে দেন স্কাই। ম্যাচ শেষে জানান, এটা তাঁর দীর্ঘদিনের ইচ্ছে ছিল। শেষপর্যন্ত টিকে থেকে ছয় মেরে দলকে জেতানোর দীর্ঘদিনের সখ ছিল তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে জয়কে বাড়তি গুরুত্ব দিতে চান না। আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন। সূর্য বলেন, ‘পাকিস্তান ম্যাচ আরও একটা ম্যাচের মতো। আমরা অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে যেমন প্রস্তুতি নিই, পাকিস্তানের বিরুদ্ধেও একই প্রস্তুতি নিই।’
