আজকাল ওয়েবডেস্ক: ওই তিলক আসছে তেড়ে! গোটা পাকিস্তানের দুঃস্বপ্ন হয়ে ধরা দিলেন ভারতের বাঁ হাতি তারকা। এশিয়া কাপের ফাইনালে অভিষেক শর্মাকে ফিরিয়ে সেলিব্রেশনের চক্করে পাকিস্তান ভুলে গিয়েছিল তিলক ভার্মার কথা।

সেই তিলকই শেষ পর্যন্ত টিকে থেকে ভারতকে চ্যাম্পিয়ন করলেন। টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন। 

আরও পড়ুন: হাইভোল্টেজ এশিয়া কাপ ফাইনালের আগে কড়া নিরাপত্তায় দুবাই, দর্শকদের ওপর কী নিষেধাজ্ঞা জারি হল জানেন?...

পাক ক্রিকেটারদের রানার্স আপের মেডেল দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে রানার্স আপের চেক দেন নকভি ও আমিনুল। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার গ্রহণ করেন অন্য অতিথির হাত থেকে। ভারতীয় দল নকভির হাত থেকে চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করায় মঞ্চ থেকেই নেমে যান নকভি। তিনি যে আবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীও। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা জানান, নকভি ট্রফি হাতে নিয়ে পালিয়েছেন। নকভি মঞ্চ থেকে নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই ছবি তোলেন। 

ম্যাচ শেষ হওয়ার পরে শুরু হয় একপ্রস্থ নাটক। পঞ্চাশ মিনিট পরে পাক ক্রিকেটাররা মঞ্চে আসেন। ভারতের ক্রিকেটাররা অবশ্য মাঠের এক কোণায় দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যেই জানাজানি হয়ে যায় নকভির হাত থেকে ট্রফি নেবেন না সূর্যরা। যখন ট্রফি তুলে দেওয়া হবে ভারতীয় ক্রিকেটারদের হাতে, তখনই নকভি ও অন্যান্য অতিথিরা মঞ্চ ছেড়ে চলে যান। 

গ্রুপ স্টেজ, সুপার ফোর এবং সবশেষে ফাইনাল। একই টুর্নামেন্টে তিন-তিনবার পাকিস্তান-বধ। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পরপর দু’বার ঘরে এল এশিয়া কাপ। প্রথম দিকে উইকেট নিয়ে পাকিস্তানি বোলাররা এমন সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন যে মনে হওয়াই স্বাভাবিক যে তারা বোধহয় ম্যাচ জিতেই গিয়েছেন। সবাই বলছেন, পাকিস্তান অভিষেক-প্রশ্নপত্রের জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু তিলক ভার্মা যে নতুন চিত্রনাট্য লিখবেন, তা তাঁদের ধারণাতেই ছিল না। তিলককে বশ করতে না পারার মাশুল গুনতে হল পাকিস্তানকে। তার পরেও নকভি-সহ গোটা পাকিস্তানকে চরম সবক শেখাল ভারতীয় দল। 

আরও পড়ুন:  তিলকের সার্জিক্যাল স্ট্রাইকে লণ্ডভণ্ড পাকিস্তান! এশিয়া সেরা ভারত